প্যারিস: শেষ হল অলিম্পিক গেমস (Paris Olympics) ২০২৪। সব দিক থেকেই এবারের অলিম্পিক্স অভিনব। এক ঝলকে দেখে নেওয়া যাক প্যারিস অলিম্পিক্সের সাত সতেরো।           

  



  • প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিল মোট ২০৬টি দেশ।

  • মোট ৯১টি দেশ পদক জয়ের তালিকায় নাম তুলতে পেরেছে।

  • পদক তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

  • চিন পেয়েছে দ্বিতীয় স্থান। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে শীর্ষ স্থান নিয়ে।

  • অলিম্পিক্সের নিয়ম হল, যে দেশ সবচেয়ে বেশি সোনা পায়, তারাই থাকে শীর্ষ স্থানে। মোট পদকের সংখ্যায় এগিয়ে থাকলেও কম সোনা পাওয়া দেশ পরে স্থান পায়।

  • তবে সোনার সংখ্যা যদি এক হয়, তখন বিচার্য হয় কোন দেশ বেশি রুপো জিতেছে। যারা বেশি রুপো জিতেছে, তারা হয় প্রথম। সোনা ও রুপো - দুই সংখ্যাই সমান হলে তখন দেখা হয় কোন দেশ বেশি ব্রোঞ্জ জিতেছে।

  • চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র - দুই দেশই ৪০টি করে সোনার পদক জিতেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র জিতেছে ৪৪টি রুপো যেখানে চিন জিতেছে ২৭টি রুপো। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েছে শীর্ষ স্থান। সব মিলিয়ে ১২৬টি পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চিন জিতেছে ৯১ পদক।

  • মোট ৬টি পদক জিতে ভারত পেয়েছে ৭১ নম্বর স্থান। একটি রুপো জিতেছে ভারত। পাঁচটি ব্রোঞ্জ।

  • ভারতের হয়ে জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতেছেন নীরজ চোপড়া। 

  • হকিতে ৫১ বছর পর পরপর দুই অলিম্পিক্সে পদক জিতেছে ভারত। টোকিও-র পর প্যারিসেও ব্রোঞ্জ জিতেছে ভারত।

  • মনু ভাকের শ্যুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জিতেছেন। একটি ব্যক্তিগত বিভাগে। একটি সর্বজ্যোৎ সিংহকে নিয়ে মিক্সড বিভাগে।

  • কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন আমন শেরাওয়াত, শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুসালে।

  • আইভরি কোস্ট, কাবো ভার্দে, রেফিউজি অলিম্পিক টিম, পেরু, কাতার, সিঙ্গাপুর, স্লোভাকিয়া ও জাম্বিয়া ১টি করে ব্রোঞ্জ পদক জিতে যুগ্মভাবে ৮৪তম স্থান পেয়েছে।

  • একটি সোনা জিতে পাকিস্তান পেয়েছে ডমিনিকার সঙ্গে যুগ্মভাবে ৬২ তম স্থান।                       




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।