প্যারিস: অলিম্পিক্সের (Olympics 2024) সমাপ্তি হয়েছে। রবিবার স্তাদ দে ফ্রান্স স্টেডিয়ামে চোখধাঁধানো সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। নাচে, গানে, সুরের মূর্চ্ছনায় সকলে মন্ত্রমুগ্ধ।


আর তার মাঝে এমন এক বিতর্ক প্রকাশ্যে আসছে, যা প্রশ্ন তুলে দিয়েছে অলিম্পিক্স পদকের গুণগত মান নিয়ে!


২০৫ দেশের প্রায় সাড়ে দশ হাজার প্রতিযোগী পদক জেতার লক্ষ্য নিয়ে অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সব মিলিয়ে ১০৪৪টি পদক জিতেছেন অ্যাথলিটরা। যার মধ্যে ৩২৯টি সোনার পদক, ৩৩০টি রুপোর পদক ও ৩৮৫টি ব্রোঞ্জ পদক।


তবে শোরগোল পড়ে গিয়েছে কারণ, একাধিক অ্যাথলিট অভিযোগ করেছেন অলিম্পিক্স পদকের মান নিয়ে। বলা হচ্ছে, মাত্র এক সপ্তাহের মধ্যে নাকি জৌলুস কমে যাচ্ছে পদকের। রঙ উঠে যেন ফিকে দেখাতে শুরু করছে। যা নিয়ে হইচই শুরু হয়েছে।


এবারের অলিম্পিক্স পদকে অভিনবত্ব এনেছিলেন উদ্যোক্তা প্যারিসের কর্তারা। বলা হয়েছিল, প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের একটি প্রতিলিপি থাকবে পদকের মাঝখানে। আর সেই ছবি খোদাই করা হবে একেবারে আইফেল টাওয়ারের ইস্পাত দিয়েই।


যদিও অভিযোগ উঠেছে অলিম্পিক্স পদকের গুণগত মান নিয়ে। বলা হচ্ছে, রঙ চটে যাচ্ছে পদকের! 


প্যারিস অলিম্পিক্সে ডাইভিংয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গ্রেট ব্রিটেনের ইয়াসমিন হার্পার। তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। তিনি অভিযোগ করেন, পদক প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে তাঁর পদকের রঙ ফিকে হয়ে গিয়েছে। যদিও তিনি জানিয়েছিলেন, পদকের সম্মান তাতে একটুও ক্ষুণ্ণ হচ্ছে না। তবু প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে জোরালভাবে।


এরপরই একাধিক অ্যাথলিট অলিম্পিক্স পদকের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্কেটবোর্ডার নাইসা হিউস্টনও ইয়াসমিনের মতোই অভিযোগ করেছেন। তিনি অলিম্পিক্স শুরুর প্রথম সপ্তাহেই স্কেট বোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। তার দিন দশেক পর থেকেই নাকি পদকের রঙ উঠে যাচ্ছে! যে জৌলুস শুরুতে ছিল, সেটি আর নেই বলেই দাবি নাইসার। মার্কিন অ্যাথলিট একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্ক বাড়িয়ে দিয়েছেন। তাতে তিনি প্যারিস গেমসের আয়োজকদের ট্যাগ করে লিখেছেন, আমার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হোক।


 






তবে অভিযোগ উড়িয়ে দেননি উদ্যোক্তারা। জানিয়েছেন, নাইসার পদক পাল্টে দেওয়া হবে।




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।