প্যারিস: একটা সময় মনে করা হতো, অলিম্পিক্স আর ভারত মানেই পদক নিশ্চিত। হকিতে গোটা বিশ্বকে শাসন করেছে ভারত (Indian Hockey Team)। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ ফিকে হয় সেই বিক্রম। ভারতীয় হকি আগের গৌরব হারায়।


যদিও হাওয়া ঘোরার ইঙ্গিত পাওয়া গিয়েছিল টোকিও অলিম্পিক্সে। ৪১ বছরের খরা কাটিয়ে টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ জিতে ফিরেছিল ভারত। ব্রোঞ্জের ম্যাচে হারিয়েছিল জার্মানিকে।


ঘটনা হচ্ছে, সেই জার্মানির কাছে হেরেই প্যারিসে সোনার স্বপ্নে ইতি টানতে হয়েছিল ভারতীয় হকি দলকে। সেমিফাইনালে জার্মানির কাছে হেরে ব্রোঞ্জের ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিল ভারত। যে ম্যাচ আবার ছিল কিংবদন্তি গোলকিপার পি আর শ্রীজেশের শেষ ম্যাচ। যিনি আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে, স্পেনের বিরুদ্ধে ম্যাচের পরই ভারতের জার্সি তুলে রাখবেন।


শ্রীজেশের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখল ভারত। স্পেনকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করে ফেলল। সেই সঙ্গে নাম তুলল রেকর্ডবুকেও। ৫২ বছর পর ফের পরপর দুই অলিম্পিক্সে পদক জিতল ভারত। এর আগে ১৯৬৮ ও ১৯৭২ - পরপর দুই অলিম্পিক্সে পদক জিতেছিল ভারত। সেই সোনালি স্মৃতি ফিরিয়ে টোকিও ও প্যারিস - পরপর দুই অলিম্পিক্সে পদক জিতল ভারতীয় হকি দল। সব মিলিয়ে অলিম্পিক্সে ১৩টি পদক হল ভারতের।


স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ জেতার পরেও অবশ্য অবসরের সিদ্ধান্ত পাল্টাবেন না বলে জানালেন শ্রীজেশ। তিনি ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে বলেন, 'দারুণ মুহূর্ত। এর চেয়ে ভাল শেষ হতে পারত না। অনেকেই অবসরের সিদ্ধান্ত পাল্টানোর কথা বলছেন। সকলের ইচ্ছাকে সম্মান জানাই। তবে একটা সময় সিদ্ধান্ত নিতেই হয়। সঠিক সিদ্ধান্তই নিয়েছি।'


 






অলিম্পিক্সে পুরুষদের হকিতে সবচেয়ে বেশিবার নামার নজিরও রয়েছে ভারতের। ধনরাজ পিল্লাইয়ের রয়েছে একটি রেকর্ড। তিনিই ভারতের একমাত্র হকি খেলোয়াড়, যিনি ৪টি অলিম্পিক্স, ৪টি বিশ্বকাপ, ৪টি এশিয়ান গেমস ও ৪টি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। 



 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।