প্যারিস: শ্যুটিং থেকে কি আরও একটা পদক আসবে ভারতের ঝুলিতে?       

  


প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) এখনও পর্যন্ত যে তিনটি পদক জিতেছে ভারত, তিনটিই এসেছে শ্যুটিং থেকে। দুটি ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। একটি ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুসালে। 


এবার শ্যুটিংয়ে স্কিটের মিক্সড টিম বিভাগে ব্রোঞ্জ জয়ের সুযোগ ভারতের শ্যুটার মহেশ্বরী চৌহান (Maheshwari Chauhan) ও অনন্ত জিৎ সিংহ নারুকার (Anant Jeet Singh Naruka)। সোমবার প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) স্কিট শ্যুটিং মিক্সড টিম বিভাগের যোগ্যতা অর্জনকারী পর্ব ছিল। সেখানে ভারতীয় জুটি ১৪৬ পয়েন্ট স্কোর করেন। ব্রোঞ্জ পদকের ম্য়াচে তাঁরে প্রতিদ্বন্দ্বী চিন।                  


যোগ্যতা অর্জনকারী পর্বের প্রথম স্টেজের পর ৪৯ স্কোর সহ দ্বিতীয় স্থানে ছিলেন মহেশ্বরী চৌহান ও অনন্ত জিৎ সিংহ নারুকা। তবে এককভাবে নয়, অস্ট্রেলিয়া, কোরিয়া প্রজাতন্ত্র, ফ্রান্স ও ইতালির দুটি দলের সঙ্গে যুগ্মভাবে। প্রথম রাউন্ডে ২৫/২৫ পয়েন্ট করেন অনন্ত জিৎ সিংহ নারুকা। ২৪/২৫ পয়েন্ট স্কোর করেন মহেশ্বরী। দুজনে মিলে ৪৯ পয়েন্ট স্কোর করেন।             


দ্বিতীয় রাউন্ডে পারফেক্ট ২৫ মারেন মহেশ্বরী। তবে নারুকা দুটি পয়েন্ট নষ্ট করেন। দ্বিতীয় ও পঞ্চম সিরিজে একটি করে শট মিস করেন। সব মিলিয়ে ২৩ পয়েন্ট পান। ৪৮ পয়েন্ট পায় ভারতীয় জুটি।                     


 






তৃতীয় রাউন্ডে ভারত ফের ৪৯ পয়েন্ট স্কোর করে। ফের ২৫ পয়েন্ট নেন মহেশ্বরী। ২৪ পয়েন্ট সংগ্রহ করেন নারুকা।              


আরও পড়ুন: এত বড় ভুল! বঞ্চিত দুই দল? ভারত-শ্রীলঙ্কা সিরিজের নিয়ম নিয়ে তুমুল বিতর্ক





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।