প্যারিস: ভারতের হয়ে ইতিহাস গড়ার হাতছানি ছিল। ব্যাডমিন্টনে এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতের শেষ আশা ছিলেন তিনি। প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক্সের পুরুষদের ফাইনালে যাওয়ার হাতছানি ছিল তাঁর সামনে। তবে ব্যর্থ তিনি। ২০-২২, ১৪-২১ স্কোরলাইনে হারতে হল লক্ষ্য সেনকে (Lakshya Sen)। লক্ষ্য নয়, গত বারের অলিম্পিক্স পদকজয়ী ও ব়্যাঙ্ক অনুযায়ী বিশ্বের দ্বিতীয় নম্বর পুরুষ সিঙ্গলস শাটলার ভিক্টর অ্যাক্সেলসেনই ফাইনালে স্বর্ণপদকের জন্য কাল লড়াই করতে দেখা যাবে। লক্ষ্য নামবেন ব্রোঞ্জ জয়ের উদ্দেশ্যে।
প্রথম গেমে তিন ম্যাচ গেম পয়েন্ট নষ্ট করেন লক্ষ্য। দ্বিতীয় গেমে ৭-০ এগিয়ে গিয়েও হারেন তিনি। ভারত কোনদিনও অলিম্পক্সে ব্যাডমিন্টনে স্বর্ণপদক জেতেনি। পিভি সিন্ধু ফাইনালে পৌঁছলেও, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। আশা ছিল লক্ষ্য এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পারবেন। অলিম্পিক্সে তাঁর এখনও পর্যন্ত দৌড়টাও যে তেমনই ছিল। গ্রুপপর্ব থেকে কোয়ার্টার ফাইনাল, সব ম্যাচই জেতেন ২২ বছর বয়সি শাটলার। স্বাভাবিকভাবেই তাঁর এহেন পারফরম্যান্স ভারতীয়দের প্রত্যাশা বাড়িয়ে তুলেছিল।
লক্ষ্য কিন্তু গত বারের অলিম্পিক্সের স্বর্ণপদকজয়ীর বিরুদ্ধে শুরুটাও দারুণভাবে করেছিলেন। কিন্তু প্রথম গেমে তিন গেম পয়েন্ট পেয়েও নাগাড়ে পাঁচ পয়েন্ট হেরে গেম খোয়ান তিনি। দ্বিতীয় গেমে অনবদ্য় মেজাজে ছিলেন। মনে হচ্ছিল দুরন্ত কামব্যাক করতে চলেছেন তিনি। তবে অ্যাক্সেলসেন, লক্ষ্য সেনের বিরুদ্ধে প্রমাণ করলেন কেন তিনি স্বর্ণপদকজয়ী। লক্ষ্যর সামনে অবশ্য ব্রোঞ্জ নিয়ে দেশে ফেরার সুযোগ রয়েছে। মালয়েশিয়ার লি জ়ি জিয়ার বিরুদ্ধে ব্রোঞ্জ মেডেল ম্যাচে নামবেন ভারতীয় শাটলার।
ব্যাডমিন্টন, বক্সিংয়ের পর ৩০০০ মিটার স্টিপলচেজ়েও ভারতের ভাগ্যে হতাশাই জুটল। ভারতীয় অ্যাথলিট পারুল চৌধুরি ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ। স্টিপলচেজ়ের হিটে প্রথম পাঁচে শেষ করা অ্যাথলিটরাই ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। পারুল সেখানে অষ্টম স্থানে শেষ করায় ফাইনালে নামার যোগ্যতা অর্জনে ব্যর্থ হন। তিনি প্রতিযোগিতা শেষ করতে ৯:২৩.৩৯ সময় নেন। এশিয়ান গেমসের গোল্ড মেডেলজয়ী পারুল মহিলাদের ৫০০০ মিটারেও ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পারলেন না লভলিনা, কোয়ার্টার ফাইনালে হেরে প্যারিস অলিম্পিক্স থেকে বিদায় বরগোঁহাইয়ের