ইসলামাবাদ: প্যারিস অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব মোট ৭ অ্যাথলিটের মধ্যে কার সমস্ত খরচ বহন করা হবে? অলিম্পিক্স শুরুর আগে বেশ ধন্দে ছিলেন পাকিস্তানের ক্রীড়া কর্তারা। শেষ পর্যন্ত ঠিক হয়, আর্শাদ নাদিম (Arshad Nadeem) ও তাঁর কোচ সলমন ফৈয়জ বাটের (Salman Fayyaz Butt) বিমানের টিকিটের খরচ বহন করা হবে।


বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খানেওয়াল গ্রামের ২৭ বছরের অ্যাথলিট জ্যাভলিনে অলিম্পিক্স রেকর্ড গড়ে যেন আস্থার মর্যাদা রাখলেন। অলিম্পিক্সের ইতিহাসে পাকিস্তানের প্রথম অ্যাথলিট হিসাবে ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন নাদিম।


তবে নাদিমের সফর সহজ ছিল না। বাবা নির্মাণকর্মী। পরিবারের একমাত্র রোজগেরে। সাত ভাই-বোনের মধ্যে তৃতীয় নাদিম। অভাবের সংসারে শরীরের প্রয়োজন মতো খাবার জোগাড় করতেই হিমশিম খেতেন নাদিম। বছরে একবারই মাংস জুটত অ্যাথলিটের। ঈদ আল আধার দিন (Eid al-Adha)। জ্যাভলিন থ্রোয়ের মতো স্পোর্টস, যেখানে শরীরের শক্তির ওপর অনেক কিছু নির্ভর করে থাকে, সেখানে নির্ধারিত ডায়েট মেনে চলাও ছিল নাদিমের কাছে বিলাসিতা। জানিয়েছেন তাঁর দাদা শাহিজ আজ়িম।