নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) ঢাকে কাঠি পড়ল বলে। শেষ মুহূর্তের প্রস্তুতি আর পরিকল্পনা সারতে ব্যস্ত ভারতীয় অ্যাথলিটরা। ভারতের ৮১ জন অ্যাথলিট ও হকি দল অংশ নিচ্ছে অলিম্পিক্সে। যাঁদের মধ্যে এমন কয়েকজন রয়েছেন, যাঁরা টোকিওতে চার বছর আগের অলিম্পিক্সেও রোশনাই ছড়িয়েছিলেন। এবারও পদক জয়ের জন্য তাঁদের দিকে তাকিয়ে গোটা দেশ। এক নজরে সেই অ্যাথলিটদের দেখে নেওয়া যাক।


নীরজ চোপড়া


সকলের আগে যাঁর নামটা আসে, তিনি নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতীয় খেলাধুলোর ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্রদের একজন। টোকিওতে মাইলফলক গড়েছিলেন। জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায় সেটাই অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত সোনা। এবারও ভারতের সবচেয়ে বড় বাজি নীরজই। টোকিওর মতো দুরন্ত থ্রোয়ে এবারও কি দেশবাসীকে গর্বের মুহূর্ত উপহার দিতে পারবেন নীরজ?


সাইখম মীরাবাঈ চানু


গত অলিম্পিক্সে ভারোত্তোলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু। এবারও তাঁর দিকে তাকিয়ে থাকবে দেশের প্রত্যেক ক্রীড়াপ্রেমী মানুষ। পদকের রং বদলে কি সোনালি করতে পারবেন তিনি?


লাভলিনা বরগোহাঁই


মহিলাদের ওয়েল্টারওয়েট বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন অসমের লাভলিনা। অলিম্পিক্সে ভারতের ইতিহাসে তৃতীয় বক্সার হিসাবে পদক জিতেছিলেন লাভলিনা। এবারও ভারতের হয়ে অলিম্পিক্সে নামছেন তিনি। এবার কি আরও বড় কোনও প্রত্যাশাপূরণ করবেন?


পি ভি সিন্ধু


ভারতের খেলাধুলোর ইতিহাসে প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে পরপর দুটি অলিম্পিক্সে পদক জিতেছেন পুসারেল্লা বেঙ্কট সিন্ধু (PV Sindhu)। টোকিওতে গোটা টুর্নামেন্টে একটাও গেমে না হারলেও সেমিফাইনালে স্ট্রেট গেমে পরাজিত হয়েছিলেন। এবারও ভারতের হয়ে অলিম্পিক্সে নামছেন সিন্ধু। ব্য়াডমিন্টন প্রেমীরা এখন থেকেই দারুণ কিছুর অপেক্ষা শুরু করে দিয়েছেন।


ভারতীয় হকি দল


টোকিও অলিম্পিক্সে নতুন করে আশার সঞ্চার করেছে ভারতীয় হকি দল। ৪১ বছরের খরা কাটিয়ে ফের অলিম্পিক্সে পদক জিতেছিল ভারত। জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে। সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন হরমনপ্রীত সিংহ, হার্দিক সিংহরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়ান গেমসে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অলিম্পিক্সে কি তবে এবার সোনার পদক আসছে হকিতে?


আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।