নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics)। চলছে যোগ্যতা অর্জনের চূড়ান্ত সব রাউন্ড। তার মাঝেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর। ভারতের প্রথম পুরুষ বক্সার হিসাবে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন নিশান্ত দেব (Nishant Dev)। শুক্রবার বিশ্ব বক্সিং যোগ্যতা অর্জনকারী পর্বে পুরুষদের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মলডোভার ভ্যাসাইল কেবোতারিকে কার্যত দাঁড়াতেই দিলেন না নিশান্ত। ভারতীয় বক্সার ৫-০ ব্যবধানে জিতলেন।


সব মিলিয়ে ভারতের চতুর্থ বক্সার হিসাবে প্যারিস অলিম্পিক্সের টিকিট পেলেন নিশান্ত। নিখাত জারিন (মহিলাদের ৫০ কেজি বিভাগে), প্রীতি (মহিলাদের ৫৪ কেজি বিভাগে) ও টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লাভলিনা বর্গোহাই (মহিলাদের ৭৫ কেজি বিভাগে)-এর পর। ২০২২ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতে তিন কন্যা প্যারিস অলিম্পিক্সের টিকিট কনফার্ম করেছেন।


নিশান্ত গোটা টুর্নামেন্টেই দুরন্ত ছন্দে রয়েছেন। তাঁর নিখুঁত পাঞ্চের জবাব ছিল না প্রতিপক্ষের কাছে। দ্বিতীয় রাউন্ডে কেবোতারি পাল্টা আক্রমণ করার চেষ্টা করেন। কিন্তু তাতে নিশান্তকে আটকানো যায়নি। শেষ তিন মিনিটে ভারতীয় বক্সারকে কিছুটা হতোদ্যম লাগলেও আগ্রাসী মনোভাব ছাড়েননি। ক্যানভাসে থাকাকালীন ভারতীয় বক্সারকে ঘুঁষি মারায় এক পয়েন্ট কাটা হয় কেবোতারির।


 






প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন আরও চার বক্সার। তাঁরা হলেন অরুন্ধতী চৌধুরী (মহিলাদের ৬৬ কেজি বিভাগ), অমিত পাংহাল (পুরুষদের ৫১ কেজি বিভাগ), সচিন সিওয়াচ (পুরুষদের ৫৭ কেজি বিভাগ) ও সঞ্জিৎ (পুরুষদের ৯২ কেজি বিভাগ)। আর ২টি ম্যাচ জিতলেই প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করে ফেলবেন চারজনই। শুক্রবার সন্ধ্যায় নামছেন চার বক্সারই।                                            




আরও পড়ুন: চোখধাঁধানো পরিসংখ্যান, কিন্তু ট্রফি জয়ের স্বাদ পাননি, টি-২০ বিশ্বকাপে কোহলির রেকর্ড কী?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।