প্যারিস: কুস্তিতে কি প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) থেকে আরও পদক আসতে চলেছে ভারতের সাফল্যের ঝুলিতে? 


আশা জাগিয়ে দিলেন ভারতের রীতিকা হুডা (Reetika Hooda)। ভারতের অনূর্ধ্ব ২৩ কুস্তিগীর প্রি কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরির শক্তিশালী প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না। ১২-২ পয়েন্টে টেকনিক্যাল সুপিরিওরিটি দেখিয়ে হারালেন হাঙ্গেরির বার্নাদেত নাগিকে (Bernadett Nagy)। যিনি অলিম্পিক্সে নেমেছিলেন অষ্টম বাছাই হিসাবে। চলতি বছরে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে যিনি ব্রোঞ্জ জিতেছিলেন। রীতিকার বিরুদ্ধে খাতায় কলমে এগিয়ে ছিলেন নাগি।


তবে ম্যাচের শুরু থেকে ঝাঁপিয়ে পড়েন রীতিকাই। ৬ মিনিটের কুস্তিতে ৩ মিনিট করে দুটি রাউন্ড থাকে। প্রথম রাউন্ডে কিছুক্ষণ প্রতিপক্ষকে মেপে নেন রীতিকা। তারপর প্রথম আক্রমণ করেন তিনিই। ছিনিয়ে নেন ২ পয়েন্ট। পরে আরও ২ পয়েন্ট যোগ করেন। তবে প্রথম রাউন্ডের বাঁশি হাজার ঠিক আগে পাল্টা হানায় ২ পয়েন্ট পান হাঙ্গেরির কুস্তিগীর। ৪-২ ফলে শেষ হয় প্রথম রাউন্ড।                    


দ্বিতীয় রাউন্ডে রীতিকা হাজির হন অন্য কৌশল নিয়ে। শুরু থেকে ছিলেন আগ্রাসী মেজাজে। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। ১২-২ পয়েন্ট হয়ে যায় রীতিকার পক্ষে। ম্য়াচ শেষ হতে তখনও মিনিট খানেক বাকি। কিন্তু কুস্তির নিয়ম অনুযায়ী দুই প্রতিপক্ষের ফারাক ১০ পয়েন্টের হয়ে গেলে টেকনিক্যাল সুপিরিওরিটির কারণে এগিয়ে থাকা পালোয়ানকে বিজয়ী ঘোষণা করা হয়। সেই নিয়মেই প্রি কোয়ার্টার ফাইনালে জয়ী ঘোষণা করা হয় রীতিকাকে। ভারতীয় পালোয়ান পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে।            


 






গত বছর অনূর্ধ্ব ২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন রীতিকা। বড় মঞ্চেও তিনি যে লড়াই করতে পারেন, সেই সম্ভাবনা আগেই তৈরি করেছিলেন। শক্তিশালী প্রতিপক্ষকে উড়িয়ে মহিলাদের ৭৬ কেজি ফ্রি স্টাইল বিভাগের শেষ আটে পৌঁছে গেলেন।