প্যারিস: তাঁদের জুটির পদক জয়ের স্বপ্নে বিভোর ছিল গোটা দেশ। সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty) ছিলেন দুরন্ত ছন্দে। বৃহস্পতিবার তাঁদের ম্যাচের অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, পদকের জন্য চাই আর দুটি জয়।
তবে স্বপ্নভঙ্গ হল ভারতের। পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেন সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি। প্যারিস অলিম্পিক্সে বৃহস্পতিবার ব্যাডমিন্টনে পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে নেমেছিলেন ভারতের সাত্ত্বিক ও চিরাগ। তাঁদের প্রতিদ্বন্দ্বী ছিলেন মালয়েশিয়ার অ্যারন চিয়া (Aaron Chia) ও উই ইক সো (Wooi Yik Soh)। প্রথম গেমে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দাপট দেখান সাত্ত্বিক ও চিরাগ। ২১-১৩ পয়েন্টের ব্যবধানে জিতে নেন প্রথম গেম। যা দেখে অনেকে ভেবেছিলেন, ম্যাচও হয়তো হাসতে হাসতে জিতে সেমিফাইনালে পৌঁছে যাবে ভারতীয় জুটি।
কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন মালয়েশিয়ার চিয়া ও সো। দ্বিতীয় গেমেই ঘুরে দাঁড়ান তাঁরা। ২১-১৪ পয়েন্টে জিতে নেন দ্বিতীয় গেম। ম্যাচ গড়ায় তৃতীয় গেমে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।