প্যারিস: অলিম্পিক্সে পদক দৌড় থেকে বাতিল ঘোষিত হওয়ার পরই অসুস্থ হয়ে পড়লেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। তাঁকে প্যারিসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বিনেশ, খবর সূত্রের।
কুস্তিতে মহিলাদের ফ্রি স্টাইল ৫০ কেজি বিভাগে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে বিনেশকে। বুধবার দুপুরে সেই খবর শোনামাত্রই শোকের আবহ ভারতীয় ক্রীড়ামহলে।
জানা গিয়েছে, ওজন বাগে আনার জন্য সারারাত সাইক্লিং, জগিং, স্কিপিংয়ের মতো কসরত করেছেন বিনেশ। পানীয় জলও খাননি। বুধবার সকালে বাতিল হওয়ার খবর পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ডিহাইড্রেশনে আক্রান্ত হয়েছেন বিনেশ। শোনা গিয়েছে, তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
অলিম্পিক গেমস ভিলেজেই পলিক্লিনিক রয়েছে। সেখানেই আপাতত ভর্তি রয়েছেন পালোয়ান। জানা গিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। বিশ্রামে রয়েছেন বিনেশ। তাঁকে বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার কথা ভেবেছে ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA)। যদিও তাদের প্রাথমিক আবেদন বাতিল করে দেওয়া হয়েছে বলেই খবর।
সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে, ওজন কমানোর জন্য বিনেশের মাথার চুল ছেঁটে ফেলা হয়। তাঁর শরীরের রক্ত সিরিঞ্জে করে টেনে নেওয়া হয়েছে বলেও খবর। যদিও তা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। তাতেও শেষরক্ষা হল না।
এপ্রিল মাসে বিনেশ বলেছিলেন, 'আমার ওজন নিয়ন্ত্রণ করতে হবে আরও ভাল ভাবে। অনেকদিন পর নিজের ওজন ৫০ কেজিতে নামিয়ে এনেছি। সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে।'