প্যারিস: কুস্তিতে অলিম্পিক্সে মহিলাদের ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে তিনি ভারতের হয়ে খেলার টিকিট পেয়েছিলেন বলেই নিজের বিভাগ পাল্টে প্যারিসে নামতে হয়েছিল বিনেশ ফোগতকে। যদিও ফাইনালে উঠে পদক নিশ্চিত করে ফেলার পরেও ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে গিয়েছেন বিনেশ। আর তাঁর প্রিয় ৫৩ কেজি বিভাগে নেমে প্রথম ম্যাচে হেরেই পদকের দৌড় থেকে বিদায় নিয়েছেন অন্তিম পাংহাল (Wrestler Antim Panghal)।
অলিম্পিক্স চলাকালীন আরও বড় বিপাকে পড়ে গেলেন অন্তিম। তাঁকে তিন বছরের জন্য নির্বাসিত করতে পারে ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA)। খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে। কেন? প্যারিসে গেমস ভিলেজে নিয়ম ভেঙে অন্তিমের আই কার্ড দেখিয়ে ঢুকতে গিয়ে ধরা পড়েছিলেন কুস্তিগীরের বোন। তারপরই অন্তিমকে তিন বছরের জন্য নির্বাসনের ব্যাপারে চিন্তাভাবনা করছে আইওএ, খবর সূত্রের।
কী অপরাধ অন্তিমের? জানা গিয়েছে, তাঁর বোন যাতে তাঁর পরিচয়পত্র কাজে লাগিয়ে গেমস ভিলেজে ঢুকতে পারেন, সেই চেষ্টা করেছিলেন অন্তিম। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ধরা পড়েন অন্তিমের বোন। তার জেরে ভারতীয় শিবির যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। সেই কারণেই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে অন্তিমের বিরুদ্ধে।
এই মুহূর্তে ভারতীয় শিবিরের সঙ্গে প্যারিসে রয়েছেন, এরকমই একজন সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'অন্তিম ভারতে ফেরার পর নির্বাসনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তাঁকে জানিয়ে দেওয়া হবে।'
ফরাসি প্রশাসনের তরফে অন্তিম ও তাঁর বোনের 'কীর্তি'র কথা ভারতীয় অলিম্পিক সংস্থাকে জানানোর পরই যারপরনাই বিরক্ত হয় আইওএ। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়, অন্তিম ও তাঁর সাপোর্ট স্টাফদের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেশে ফেরানো হবে। বুধবার রাতেই নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় শিবিরের একজন বলেন, 'অন্তিমের বোন অন্তিম সেজে গেমস ভিলেজে ঢুকতে গিয়ে ধরা পড়েছিলেন। তাঁকে পুলিশ আটক করে। থানায় নিয়ে গিয়ে তাঁর বিবৃতি নেওয়া হয়।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।