নয়াদিল্লি: শেষ মুহূর্তে যেন অক্সিজেন পেয়ে গেল ভারতীয় টেনিস। অলিম্পিক্সের যোগ্যতা পেয়ে গেলেন ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। কিছুটা অপ্রত্যাশিতভাবেই।
অতিমারি পরিস্থিতিতে এবারের অলিম্পিক গেমস বেশ অন্য়রকম হতে চলেছে। করোনার জেরে একের পর এক প্রতিযোগী টোকিও অলিম্পিক্স থেকে নাম তুলে নিচ্ছেন। অনেকে হয়তো চোটের কারণেও সরে দাঁড়াচ্ছেন। যে কারণে সুবিধে পেয়ে গেলেন সুমিত নাগাল। কীভাবে?
গত ১৪ জুন সুমিত নাগালের র্যাঙ্কিং ছিল ১৪৪। এই সময় এটিপি র্যাঙ্কিং অনুযায়ী সরাসরি অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়া যাচ্ছিল। জানা গিয়েছে, করোনার জন্য অনেকে নাম তুলে নেওয়ার কারণেই অলিম্পিক্স টেনিসের জন্য ছাড়পত্র দেওয়ার যে নির্দিষ্ট র্যাঙ্কিং দরকার ছিল, সেটা আরও বড়ানো হয়েছে। আর তাই সুযোগ পেয়ে গিয়েছেন সুমিত নাগাল। তবে নাগাল এই তালিকায় ঢুকে পড়লেও খুব অল্পের জন্য অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন না প্রাজনেশ গুনেশ্বরণ।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের তরফে সর্বভারতীয় টেনিস সংস্থার সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেওয়া হয়েছে যে, সুমিত নাগাল অলিম্পিক্সের জন্য ছাড়পত্র পেয়ে গিয়েছেন। এটা জানার পর থেকেই যুদ্ধকালীন প্রস্তুতিতে তোড়জোর শুরু হয়ে গিয়েছে সুমিতকে অলিম্পিক্সে পাঠানোর জন্য। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সচিব বলেছেন, ‘সুমিত অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছে। করোনার কারণে অনেকে নাম তুলে নেওয়ায় সুমিত নাগাল যোগ্যতা অর্জন করেছে। আমরা সুমিতের সঙ্গে কথা বলেছি। এবং যা যা করণীয়, সে সব করতে শুরু করে দিয়েছি। কিন্তু হাতে খুবই কম সময় পাওয়া গিয়েছে। এখনও অনেকগুলি বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে। ’
করোনা পরিস্থিতিতে অলিম্পিক্সে অংশগ্রহণ নিয়ে প্রচুর বিধিনিষেধ মানার বিষয় রয়েছে। যার মধ্যে বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব কাটানো এবং একাধিক করোনা পরীক্ষার পর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের মতো বিষয় রয়েছে। সেগুলো মেনে সুমিত আদৌ টোকিও যেতে পারবেন কি না, সেটা নিয়ে এখনও সংশয় রয়েছে কারও কারও।
এ দিকে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কারণে অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন ভারতের আর এক টেনিস খেলোয়াড় য়ুকি ভামব্রি।