টোকিও: প্রকাশ পেল ভারতের অলিম্পিয়ানদের জন্য গান  'হিন্দুস্তানি ওয়ে'। গানের সুর দিয়েছেন এ আর রহমান। অনন্যা বিড়লার কন্ঠে ফুটে উঠেছে ভারতবাসীর অলিম্পিক্স স্বপ্ন।


এক গানে অতীতের সঙ্গে বর্তমানের মিশেল। অলিম্পিকে ভারতের গৌরবময় ইতিহাস ফুটে উঠেছে ভারতের অলিম্পিক অ্যান্থেমে। যেখানে গান শুরু হতেই দেখা গিয়েছে লিয়েন্ডার পেজের ১৯৯৬ সালের জয়ের মুহূর্ত। একে একে সেখানে এসেছে ২০০৪ সালের রাজ্যবর্ধন সিংহ রাঠোরের রূপোর পদক জয়। ভারতীয় হকির গৌরবময় মুহূর্তের পাশাপাশি সেই ভিডিয়োতে দেখা গিয়েছে পিভি সিন্ধু ও সাক্ষী মালিককে।


নিজের ইউটিউব চ্যানেলে ভারতের অলিম্পিক অ্যান্থেম পোস্ট করেছেন অনন্যা বিড়লা। সম্প্রতি গানের কিছুটা অংশ ট্যুইট করেছিলেন সুরকার এ আর রহমান। ইতিমধ্যেই অ্যান্থেম ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। গান ঘিরে অলিম্পিক্স মেডেল জয়ের স্বপ্নে বিভোর দেশবাসী। এবার টোকিও অলিম্পিক গেমসে ১২৬ জনের দল নিয়ে যাচ্ছে ভারত।টিম ইন্ডিয়ার তরফে এবার অনেক নতুন ক্রীড়াবিদ ভারতের পতাকা ধরবেন। 


এবার টোকিও অলিম্পিকে ভারতের কিছু উল্লেখযোগ্য নাম রয়েছে। যাঁদের মধ্যে প্রথমেই আসবে সাজনপ্রকাশ ও শ্রীহরি নটরাজের নাম। যাদের দৌলতে এই প্রথমবার ভারতে অলিম্পিক সাঁতারে যোগ্যতা অর্জন করেছে। সেলিংয়ে এই প্রথমবার যোগ্য়তা অর্জন করেছে ভারতে।যেখানে ভারতের পতাকা তুলে ধরবেন নেত্র কুমানন। এবারের অলিম্পিক্সে ভারতের নজর থাকবে পিভি সিন্ধু, নীরজ চোপরা, সৌরভ চৌধুরী, বীনেশ ফোগাটের দিকে।


মঙ্গলবারই টোকিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী দলের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও কিরেন রিজিজু। আগামী ১৭ জুলাই টোকিওর উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দলের প্রথম স্কোয়াড। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিকস।


ভারতের অলিম্পিক অ্যান্থেম প্রকাশ পেতেই ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এবারের ইন্ডিয়ান অলিম্পিক স্কোয়াড নিয়ে কৌতূহল বাড়ছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। কোভিডকালে এবার কি ভারতের ঝুলিতে আসবে কিছু পদক ? তারজন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন।