টোকিও: শুরুর আগেই করোনার থাবা অলিম্পিক গেমসে। টোকিও গেমসের প্রথম কোভিড পজিটিভ কেসের খোঁজ মিলল। 


অলিম্পিক্সের সূচনা হতে আর মাত্র ৬ দিন বাকি। গেমস শুরু হওয়ার আগেই করোনা শুরু করে দিল তার দৌড়। অলিম্পিক্স ভিলেজে প্রথম কোভিড পজিটিভ ব্যক্তির খোঁজ মিলল। 


টোকিও অর্গানাইজিং কমিটির মুখপাত্র মাসা তাকায়া বলেন, এটাই ভিলেজের প্রথম পজিটিভ রিপোর্ট। স্ক্রিনিং করার সময় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। 


গেমস শুরুর ঠিক আগে করোনা সংক্রমণের খবরে বাড়ছে উদ্বেগ। টোকিও গেমস কমিটির সিইও তোশিরো মুটো জানান, বিদেশ থেকে আসা এক অতিথি কোভিড আক্রান্ত হয়েছেন। তিনি গেমস আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও, ওই ব্যক্তির পরিচয় খোলসা করেননি তিনি। 


গত বছর, অর্থাৎ ২০২০ সালে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক্সের। কিন্তু, মারণ অতিমারীর জন্য তা পুরো এক বছর পিছিয়ে দেওয়া হয়। এবছরও, অত্যন্ত কঠোর বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করে হচ্ছে এই গেমস। 


টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটির প্রধান সিকো হাসিমোটো বলেন, যে কোনও কোভিড হানাকে রুখতে তৎপর আমরা। যদি কোনও ঘটনা ঘটেও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নেব। 


২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের অলিম্পিক্স, চলবে ৮ অগাস্ট পর্যন্ত। এবার টোকিও অলিম্পিক্স চলাকালীন স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কোনও দর্শক। আজ এমনই জানিয়েছেন জাপানের অলিম্পিক্স বিষয়ক মন্ত্রী। 


অলিম্পিক্সের আগে বা গেমস চলাকালীন যাতে করোনা সংক্রমণ না ছড়ায়, সেটা নিশ্চিত করার জন্য আগামী সপ্তাহ থেকে জরুরি অবস্থা জারি করেছে জাপান সরকার। অলিম্পিক্স চলাকালীন জারি থাকবে এই জরুরি অবস্থা। জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, জরুরি অবস্থা জারি থাকবে ২২ অগাস্ট পর্যন্ত। 


জাপানের সাধারণ মানুষের একাংশ এবং চিকিৎসকরা করোনা পরিস্থিতিতে এবারের অলিম্পিক্স আয়োজন না করার পক্ষে মতপ্রকাশ করেছেন। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং স্থানীয় আয়োজকরা গেমস আয়োজনের সিদ্ধান্তে অনড়।


অলিম্পিক্সের আগে যাতে টোকিওর সব রেস্তোরাঁ, পানশালা ও ক্যারাওকে পার্লার বন্ধ রাখা যায়, সেটা নিশ্চিত করার জন্যই জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। 


অলিম্পিক্স চলাকালীন ক্রীড়াপ্রেমীরা যাতে উৎসবে মেতে উঠতে না পারেন এবং পানশালায় ভিড় জমাতে না পারেন, সেটা নিশ্চিত করতে চাইছে জাপান সরকার। সেই কারণেই জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।