টোকিও : দীর্ঘ ৪১ বছরে শাপমোচন হয়েছে বৃহস্পতিবার। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের হকিমঞ্চে ফের একবার ভারতের জয়ধ্বজা উড়িয়েছে পুরুষ হকি দল। ১৯৮০ মস্কো অলিম্পিক্সের পর এই প্রথমবার পদক জিতেছে ভারতীয় পুরুষ হকি দল। আগামীকাল সকালেও কি জারি থাকবে 'চক দে'? উদীত সূর্যের দেশে কি লেখা হবে ইতিহাস? সেই প্রশ্নের উত্তর জানতেই সাতসকালেই সজাগ হবে ভারতবাসী। শুক্রবার সকালে অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে খেলতে নামছে ভারতীয় মহিলা হকি দল। পাশাপাশি আগামীকাল ভারতের পদকতালিকা বাড়ানোর প্রত্যাশা বাড়িয়ে নামছেন একঝাঁক কুস্তিগীরও। যাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম বজরং পুনিয়া।


ভারতীয় সময় সকাল ৭টায় গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে অলিম্পিক্সের ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে খেলতে নামবেন রানি-গুরজিৎরা। সেমিফাইনালে তারা পরাস্ত হয়েছে আর্জেন্তিনার কাছে। কিন্তু অলিম্পিক্সের মঞ্চে প্রথমবার সেমিফাইনালে স্থান পাকা করে ইতিহাস আগেই তৈরি করে ফেলেছে সোয়ের্ড মারিনের প্রশিক্ষণাধীন দল। তাই সেমিফাইনালে হারের পরও কোচ মারিন ও দলের অধিনায়ক রানিকে ফোন করে বাহবা দিয়েছেন স্বয়ং দেশের প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সেমিফাইনালে হারের পর এদিন যেভাবে পিছিয়ে পড়া ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়ে পদক জিতেছে ভারতীয় পুরুষ হকি দল, তাতে নিঃসন্দেহে মহিলা ব্রিগেড যে বাড়তি উদ্দম নিয়ে খেলতে নামবে, তাতে কোনও সন্দেহ নেই।


এদিকে সকাল ৮টায় নামবেন কুস্তিতে ভারতের হয়ে পদকজয়ের অন্যতম দাবিদার বজরং পুনিয়া। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে কাজাখস্থানের এরনাজার আকমাতালিয়েভের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। যে ম্যাচে জিতলেই  কিছুক্ষণের মধ্যেই সেমির লড়াই পাকা করার ম্যাচ। আর যে ম্যাচগুলোর বাধা টপকালে দুপুরের দিকে পদকের লড়াই। মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলে সীমা বিসলাও নামছেন আগামীকাল।


ভোর ৪ টে নাগাদ গলফের তৃতীয় রাউন্ডে নামবেন অদিতি অশোক ও দীক্ষা ডাগর। দুপুর ১ টায় মহিলাদের ২০ কিলোমিটার রেস ওয়াকিংয়ে নামবেন ভারতের দুই প্রতিনিধি প্রিয়াঙ্কা গোস্বামী ও ভাবনা জাট। এদিকে, বিকেল সাড়ে ৪টেয় পুরুষদের ফুটবলের ব্রোঞ্জ পদকজয়ের ম্যাচে মুকোমুখি হবে জাপান ও মেক্সিকো।