টোকিও : শুক্রে ভরেনি ঝুলি, তবে প্রত্যাশার পারদ সঙ্গী শনিবারে। আগামীকাল কি একের বেশি পদক আসবে ভারতের ঝুলিতে? ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা তেমনটাই। বিশেষ করে আগামীকাল দুপুর-বিকেলে তিনজনকে ঘিরে বাড়তি পদক প্রত্যাশা। নীরজ চোপড়া, বজরং পুনিয়া ও অদিতি অশোক। ভারতীয় সময় বিকেল সাড়ে ৪ টেয় পুরুষদের জ্যাভলিন থ্রো-র ফাইনালে নামতে চলেছেন নীরজ চোপড়া। যোগ্যতাঅর্জন পর্বে তাঁর দুরন্ত পারফরম্যান্স দেখে পদকের আশায় বুক বাঁধছে আসমুদ্রহিমাচল। দুপুর ৩ টে ১৫ নাগাদ বজরং পুনিয়া নামবেন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে লড়তে। আর ৩ টে নাগাদ গলফে অদিতি অশোক নামবেন চতুর্থ রাউন্ডের ম্যাচে। তাঁর সঙ্গে নামবেন দীক্ষিতা ডাগরও। অদিতি সকলকে চমকে দিয়ে তৃতীয় রাউন্ডের শেষে রয়েছেন দ্বিতীয় স্থানে। আগামীকালের চতুর্থ রাউন্ডে যে জায়গা ধরে রাখতে পারলে কার্যত পদকজয়ের কাছাকাছি পৌঁছে যাবেন এই ভারতীয় কন্যা।
ভারতীয় পুরুষ দল ৪১ বছরের খরা কাটিয়ে ব্রোঞ্জ পদক জিতলেও শুক্রবার সকালে তৃতীয় স্থান নির্ধারক তথা ব্রোঞ্জ জয়ের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় মহিলা হকি দলকে। ঐতিহাসিক পদকজয়ের ম্যাচে হারলেও রানিদের পারফরম্যান্স ভারতীয়দের মনে 'রাজ' করছে। আশা জাগিয়েও টোকিও অলিম্পিক্সে কুস্তির ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগের ফাইনালে উঠতে পারেননি বজরং পুনিয়াও। আগামীকাল ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩.১৫ মিনিটে অবশ্য এবারের অলিম্পিক্সের মঞ্চ থেকে দেশকে দ্বিতীয় পদক জেতানোর লক্ষ্যে নামবেন তিনি। ব্রোঞ্জ পদক জয়ের যে ম্যাচে বজরং-এর প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।
এদিকে, শনিবার বিকেল ৫ টায় অলিম্পিক্সে ফুটবলের ফাইনাল। সোনা জেতার লড়াইয়ে যে ম্যাচে সম্মুখসমরে নামছে ব্রাজিল ও স্পেন। ভারতীয় সময় ভোর সাড়ে ৩ টেয় মহিলাদের ম্যারাথনের ফাইনাল। পাশাপাশি বিকেল সাড়ে ৫ টায় ফ্রান্স ও ডেনমার্কের মধ্যে হ্যান্ডবলের ফাইনাল। বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ভলিবলের সোনা জয়ের লড়াই ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। বেলা সাড়ে ১১ টাতে হবে পুরুষদের ডাইভিংয়ের ১০ মিটার প্ল্যাটফর্মের ফাইনাল।