টোকিও: এখনও পর্যন্ত টোকিও অলিম্পিক্স থেকে ভারতের সংগ্রহ দু’টি রুপো ও তিনটি ব্রোঞ্জ। পদক তালিকায় ৬৬ নম্বরে ভারত। 


এই মুহূর্তে পদক তালিকায় শীর্ষে রয়েছে চিন। ৩৬টি সোনা, ২৬টি রুপো ও ১৭টি ব্রোঞ্জের হাত ধরে চিনের মোট পদক সংখ্যা ৭৯টি। দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা সোনা পেয়েছে ৩১টি, ৩৬টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ। মোট পদক ৯৮টি। তবে, চিনের চেয়ে সোনার সংখ্যায় কম মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছে আয়োজক দেশ জাপান। তারা সোনা পেয়েছে ২৪টি, ১১টি রুপো ও ১৬টি ব্রোঞ্জ। মোট ৫১টি পদক জাপানের।


এদিকে, বুধবার পদক তালিকায় ৬৩ নম্বরে ছিল ভারত। বৃহস্পতিবার ৬৫ নম্বরে নেমে যায় ভারত। রবি কুমার দাহিয়া রুপো জেতায় টোকিও অলিম্পিক্সে ভারতের মোট পদক ৫। মীরাবাঈ চানুর পর রবির হাত ধরে টোকিও থেকে এসেছে দ্বিতীয় রুপো। এবারের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর একেবারে শুরুতেই ভারত্তোলনে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাঈ চানু। তারপর ব্যডমিন্টনে পিভি সিন্ধু, বক্সিংয়ে লভলিনা বরগোহাঁই পদক জিতেছেন। এরপর পুরুষদের হকিতে এসেছে ব্রোঞ্জ পদক। দীর্ঘ ৪১ বছর পরে অলিম্পিক্সের মঞ্চে পদকের খরা কাটিয়েছেন মনদীপ-শ্রীজেশরা। তারপর রবি রুপো পেয়েছেন। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে অপর কুস্তিগীর দীপক পুনিয়া অল্পের জন্য হেরে না গেলে তাঁর হাত ধরে বৃহস্পতিবার পদক জয়ের হ্যাটট্রিক করে ফেলত ভারত।


বৃহস্পতিবারই টোকিও অলিম্পিক্সের পুরুষদের হকিতে ব্রোঞ্জ জেতে ভারত। জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে জয় হাসিল করে নেন মনদীপ, সিমরনজিতরা। এদিন ৫-৪ গোলে তাঁরা হারিয়ে দেন জার্মানিকে। কড়া টক্কর শেষে শেষ হাসি হাসেন মনপ্রীতরাই। উল্লেখ্য, ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার ভারতের হকি দল পদক জিতছিল। সেবার হকিতে সোনা জিতেছিল ভারত। এবারও সোনা জয়ের লক্ষ্যই ছিল ভারতের। কিন্তু, সেমিতে এসে বেলজিয়ামের বিরুদ্ধে হার মানতে হয় মনপ্রীত, শ্রীজেশদের। যদিও টোকিও থেকে পুরোপুরি খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় হকি দলকে।