টোকিও: আশা জাগিয়েও টোকিও অলিম্পিক্সে কুস্তির ৬৫ কেজি ফ্রিসল্টাইল বিভাগের ফাইনালে উঠতে পারলেন না বজরং পুনিয়া। আজ শেষ চারের লড়াইয়ে তিনি হেরে গেলেন আজারবাইজানের হাজি আলিয়েভের কাছে। লড়াইয়ের ফল ৫-১২। তবে আজ হেরে গেলেও, বরজঙের পদকের আশা শেষ হয়ে যায়নি। কাল তিনি ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন। কাল ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩.১৫ মিনিটে এই লড়াই। বজরঙের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।


এর আগে কোয়ার্টার ফাইনালে ইরানের মোর্তাজাকে হারিয়ে পদকের আশা জাগান বজরং। প্রতিপক্ষকে চিত করে ফেলে তিনি ম্যাচ জিতে নেন। কিন্তু সেমি ফাইনালে তাঁর জয় অধরা থেকে গেল।


কোয়ার্টার ফাইনালে ওঠার পথে কিরঘিজস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন বজরং। ৩-৩ ফল হলেও ক্রাইটেরিয়া বিশেষে পরের রাউন্ডে চলে যান ভারতীয় কুস্তিগীর। 


২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন বজরং। এছাড়াও ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। বজরংয়ের ঝুলিতে রয়েছে আরও সাফল্য। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন বজরং। ২০১৭ ও ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন এই কুস্তিগীর। গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন তিনি। এবার টোকিও আসার আগেই বজরংকে নিয়ে ভারতের প্রাক্তন কুস্তিগীররাও আশার আলো দেখেছিলেন। সেই আশা পূরণ হবে যদি এবার টোকিওর মঞ্চ থেকে পদক জিততে পারেন বজরং। এবার ৬৫ কেজি ফ্রি স্টাইলে সোনা জয়েরও অন্যতম দাবিদার মানা হচ্ছে বজরংকে। এখনও পর্যন্ত অলিম্পিক্সের মঞ্চে কোনও পদক আসেনি বজরংয়ের। এবার সেই অধরা মাধুরী ক্য়াবিনেটে তুলে নেওয়ার পালা। 


বৃহস্পতিবার অলিম্পিক্সে রুপো জিতেই থামতে হয় রবি দাহিয়াকে। ভারতের পঞ্চম কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স পদক পেলেন রবি। ৫৭ কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠে আগেই রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় এই কুস্তিগীর। তবে ফাইনালের মঞ্চে দুবারের বিশ্বসেরা রাশিয়ান কুস্তিগীর জাভুর ইগুয়েভের কাছে ৭-৪ ফলে হেরে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল রবিকে। এবার বজরং কি পদক পাবেন? কাল সেই আশাতেই থাকবেন ভারতের ক্রীড়াপ্রেমীরা।