টোকিও: মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় চলতি টোকিও অলিম্পিক্স থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো। পদক তালিকায় এখন ৩৯ নম্বরে ভারত। 


৯টি সোনা, ৫টি রুপো ও ৮টি ব্রোঞ্জ সহ পদক তালিকায় এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সমসংখ্যক সোনা ও রুপো পেলেও ব্রোঞ্জ পদক একটি কম পেয়েছে চিন। ৭টি ব্রোঞ্জ পেয়েছে তারা। মোট ২১টি পদক সহ তালিকায় দু'নম্বরে রয়েছে চিন। ৯টি সোনা জিতেছে জাপানও। ১৭টি পদক জিতে তালিকায় তিন নম্বরে রয়েছে আয়োজক দেশ জাপান।


পদক তালিকায় ৩৯ নম্বরে ভারতের সঙ্গে যুগ্মভাবে রয়েছে বুলগেরিয়া, কলম্বিয়া, ডেনমার্ক, জর্ডন, রোমানিয়া ও তুর্কমেনিস্তান।


মঙ্গলবার দিনটা ভারতের জন্য মিশ্রভাবে কাটল। টোকিও অলিম্পিক্সে হকিতে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে স্পেনকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। স্পেনের বিরুদ্ধে ৩-০ গোল জয়ে পয়ন্ট টেবিলেও এগিয়ে এল ভারত। পুল এ তে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখান থেকে প্রথম চারটি দল কোয়ার্টারে প্রবেশ করবে।


হকিতে জয় এলেও টেবিল টেনিসে দিনটি ভাল কাটেনি। টেবিল টেনিসে তৃতীয় রাউন্ডের ম্যাচে হার শরথ কমলের। সোনা জয়ের দাবিদার মা লংয়ের বিরুদ্ধে ১-৪ গেমে হারলেন তিনি। খেলার ফল ১-৪ (৭-১১, ১১-৮, ১১-১৩, ৪-১১, ৪-১১)।


১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে মেডেল রাউন্ডে উঠতে পারলেন না ভারতের দীপক কুমার ও অঞ্জুম মুদগিল এবং এলাভেনিল ভালারিভান ও দিব্যাংশ সিংহ পানোয়ার জুটি।


বক্সিংয়ে অবশ্য পদকের সম্ভাবনা তৈরি হয়েছে। মহিলাদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনা বোর্গোহায়েন। চিনা তাইপের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কোয়াার্টার ফাইনালের লড়াইয়ে খেলতে নামবেন লভলিনা। তাঁর প্রতিপক্ষ নিয়েন চিন চেন। সেই ম্যাচ হবে আগামী ৩০ জুলাই।


সেইলিংয়ে পুরুষদের ওয়ান পার্সন ডিঙ্গি বিভাগের লেসার রেস ০৬-এ ১২তম স্থানে শেষ করলেন ভারতের বিষ্ণু সর্বানন।