Tokyo Olympics 2020 Live: মহিলা হকিতে জার্মানির কাছে ২-০ গোলে হার ভারতের

Tokyo Olympics 2020: চানুর রুপো কি বদলাতে পারে সোনায়? চিনের সোনাজয়ীর হঠাৎ ডোপটেস্টের খবরে জল্পনা। সোনা জয়ের ২ দিন পর ফের পরীক্ষা কেন? তৈরি রহস্য।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Jul 2021 07:14 PM
Tokyo Olympic Games Live: কাল তৃতীয় রাউন্ডের ম্যাচ অচিন্ত্য শরৎ কমলের

কাল টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে চিনের মা লংয়ের মুখোমুখি হচ্ছেন ভারতের অভিজ্ঞ খেলোয়াড় অচিন্ত্য শরৎ কমল। এই ম্যাচটিও শুরু কাল সকাল সাড়ে আটটা থেকে।

Tokyo Olympics 2021 Live: কাল ১০ মিটার এয়ার রাইফেলে পদক জয়ের সুযোগ

কাল ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ব্রোঞ্জ মেডেল ম্যাচ এবং গোল্ড মেডেল ম্যাচে লড়াই করবেন ভারতের দীপক কুমার ও অঞ্জুম মুদগিল এবং এলাভেনিল ভালারিভান ও দিব্যাংশ সিংহ পানোয়ার। তাঁদের সামনেও পদক জয়ের সুযোগ রয়েছে। 

Tokyo Olympics 2020 Live : কাল ভারতের শ্যুটারদের সামনে পদক জেতার সুযোগ

কাল টোকিও অলিম্পিক্সে পদক পাওয়ার সুযোগ ভারতের শ্যুটারদের সামনে। ভাল পারফরম্যান্স দেখাতে পারলে সকালেই পদক পেতে পারেন মনু ভাকের ও সৌরভ চৌধুরী এবং যশস্বিনী সিংহ দেশোয়াল ও অভিষেক ভার্মা। তাঁরা নামবেন ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ব্রোঞ্জ মেডেল ও গোল্ড মেডেল ম্যাচে। তাঁরা যদি যোগ্য়তা অর্জন করতে পারেন, তাহলে পদক জয়ের সুযোগ থাকছে।

Tokyo Olympic Games Live: কাল পুরুষদের হকিতে স্পেনের সামনে ভারত

কাল পুরুষদের হকিতে স্পেনের মুখোমুখি হচ্ছে ভারত। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১-৭ গোলে হেরে যায় ভারত। ফলে কালকের ম্যাচের আগে যথেষ্ট চাপে ভারতীয় দল। 

Tokyo Olympics 2020 Live: পদক তালিকায় ৩৩ নম্বরে ভারত

এখনও পর্যন্ত একটিমাত্র পদক পেয়ে টোকিও অলিম্পিক্সে পদক তালিকায় ৩৩ নম্বরে নেমে গেল ভারত। 

Tokyo Olympic Games Live: মহিলা হকিতে জার্মানির কাছে হার ভারতের

মহিলাদের হকি ম্যাচে জার্মানির কাছে ২-০ গোলে হেরে গেল ভারত। 

Tokyo Olympic Games Live: পেনাল্টি স্ট্রোক মিস করল ভারত

পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে ব্যর্থ ভারতের গুরজিৎ কউর। 

Tokyo Olympic Games Live: ২-০ গোলে এগিয়ে জার্মানি

ভারতের মহিলা দলের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে জার্মানি। ৩৫ মিনিটে দ্বিতীয় গোল করেন অ্যান স্ক্রোডার।

Tokyo Olympics 2020 Live : এখনও ১-০ গোলে এগিয়ে জার্মানি

চলছে দ্বিতীয় কোয়ার্টারের খেলা। এখনও ১-০ গোলে এগিয়ে জার্মানি।

Tokyo Olympics 2021 Live: এক গোলে এগিয়ে গেল জার্মানি

১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দিলেন নাইকি লরেঞ্জ।

Tokyo Olympic Games Live: মহিলাদের হকিতে জার্মানির মুখোমুখি ভারত

মহিলাদের হকিতে ভারত-জার্মানি ম্যাচ চলছে। এখনও কোনও দল গোল করতে পারেনি।

Tokyo Olympics 2020 Live : সবার এত ভালবাসা ও সমর্থনের মধ্যে দেশে ফিরে ভাল লাগছে, ট্যুইট চানুর

‘সবার এত ভালবাসা ও সমর্থনের মধ্যে দেশে ফিরে ভাল লাগছে। সবাইকে ধন্যবাদ’, ট্যুইট চানুর।

Tokyo Olympic Games Live: এবারের অলিম্পিক্স বেশ চ্যালেঞ্জিং ছিল, দেশে ফিরে বললেন চানু

দেশে ফেরার পর চানু জানিয়েছেন, ‘এবারের অলিম্পিক্স বেশ কঠিন ছিল। আমরা ২০১৬ থেকে প্রস্তুতি শুরু করেছিলাম। রিও অলিম্পিক্সের পর প্রস্তুতির ধরন বদলে ফেলি। আমরা (চানু ও তাঁর কোচ) টোকিও অলিম্পিক্সের জন্য পাঁচ বছর দিয়েছি।’

Tokyo Olympics 2021 Live : দেশে ফিরলেন মীরাবাঈ চানু

টোকিও অলিম্পিক্সে রুপো জেতার পর আজ দেশে ফিরলেন মীরাবাঈ চানু। দিল্লি বিমানবন্দরে এই ভারত্তোলককে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পদক জেতার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন চানু।

Tokyo Olympics 2020 Live : ২৪-তম স্থানে সজন প্রকাশ

পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে সবমিলিয়ে ২৪-তম স্থানে শেষ করলেন ভারতের সাঁতারু সজন প্রকাশ। তিনি সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেন।

Tokyo Olympic Games Live: হিটে চতুর্থ সজন প্রকাশ

২০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে চতুর্থ ভারতের সাঁতারু সজন প্রকাশ।

Tokyo Olympics 2020 Live: অভিযান শুরু করছেন সাঁতারু সজন প্রকাশ

এবার অলিম্পিক্স অভিযান শুরু করছেন ভারতের সাঁতারু সজন প্রকাশ।

Tokyo Olympics 2021 Live: ছিটকে গেলেন বক্সার আশিস কুমার

চিনের প্রতিদ্বন্দ্বী এরবিয়েকে তুহেতার কাছে ০-৫ ফলে হেরে পুরুষদের বক্সিংয়ের মিডল ওয়েট বিভাগে রাউন্ড অফ থার্টি টু থেকে ছিটকে গেলেন ভারতের আশিস কুমার।

Tokyo Olympics 2020 Live: সোনা জয়ের সম্ভাবনা চানুর

ভারোত্তোলনে রুপো জিতে গোটা দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। তবে এবার মীরাবাঈ চানুর সামনে আরও বড় সুযোগ। তাঁর রুপোর পদক বদলে যেতে পারে সোনায়! কারণ, ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চিনের হাউ ঝিহুই। তবে ডোপ পরীক্ষার জন্য তাঁকে টোকিও ছাড়তে বারণ করা হয়েছে। ডোপ পরীক্ষায় ঝিহুই ব্যর্থ হলে নিয়ম অনুযায়ী রুপোজয়ী চানুকে সোনার পদক দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে ঝিহুইয়ের পদক কেড়ে নেওয়া হবে।

Tokyo Olympics 2020 Live: তৃতীয় রাউন্ডে হার মণিকার

অলিম্পিক্সে টেবিল টেনিসে মহিলা সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে স্ট্রেট গেমে হেরে বিদায় নিলেন মণিকা বাত্রা।

Tokyo Olympics 2020 Live: মাত্র ১৩ বছর বয়সে অলিম্পিক্স সোনা!

মাত্র ১৩ বছর বয়সে মহিলাদের স্কেটবোর্ড চ্যাম্পিয়ন  হয়ে ইতিহাস গড়লেন জাপানের মোমিজি নিশিয়া।

Tokyo Olympics 2020 Live: দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন সুমিত

বিশ্বের দু'নম্বর তারকা দানিল মেদভেদেভের কাছে ২-৬, ১-৬ স্ট্রেট সেটে হেরে টেনিসের পুরুষ সিঙ্গলস থেকে বিদায় ভারতের সুমিত নাগালের।

Tokyo Olympics 2020 Live: স্কিট শ্যুটিংয়ের ফাইনালে উঠতে ব্যর্থ অঙ্গদ-মাইরাজ

শ্যুটিংয়ে স্কিট বিভাগের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারলেন না ভারতের অঙ্গদ বীর সিংহ ও মাইরাজ আমেদ খান।

Tokyo Olympics 2020 Badminton: পুরুষ ডাবলসের প্রথম ম্যাচেই হার চিরাগ-সাত্ত্বিকসাইরাজ়ের

ব্যাডমিন্টনে পুরুষ ডাবলসে বিশ্বের এক নম্বর জুটি, ইন্দোনেশিয়ার মার্কাস গিদেয়ন ও কেভিন শুকামুলজ়োর কাছে হেরে গেলেন ভারতের চিরাগ শেট্টি-সাত্ত্বিকসাইরাজ় রঙ্কিরেড্ডি।

Tokyo Olympics 2020 Archery: স্ট্রেট সেটে হেরে তিরন্দাজি থেকে ছিটকে গেলেন অতনুরা

তিরন্দাজিতে পুরুষদের দলগত বিভাগে ভারতকে ৬-০ স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল কোরিয়া।

Tokyo Olympics 2020 Live: কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই অতনুদের

তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই অতনু দাসদের। ভারতীয় পুরুষ রিকার্ভ দলের প্রতিপক্ষ শক্তিশালী কোরিয়া।

Tokyo Olympics 2020 Live: স্কিট শ্যুটিংয়ের যোগ্যতা অর্জন পর্বে পিছিয়ে অঙ্গদ-মাইরাজ

শ্যুটিংয়ে স্কিট বিভাগের যোগ্যতা অর্জন পর্বে পিছিয়ে ভারতের অঙ্গদ বীর সিংহ ও মাইরাজ আমেদ খান। যথাক্রমে ১৯ ও ২৫ নম্বরে রয়েছেন তাঁরা।

Tokyo Olympics 2020 Table Tennis: টেবিল টেনিসের মহিলা সিঙ্গলস থেকে বিদায় বাংলার সুতীর্থার

টেবিল টেনিসে মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের ফু ইউয়ের কাছে ৩-১১, ৩-১১, ৫-১১, ৫-১১ হেরে বিদায় নিলেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়।

Tokyo Olympics Fencing: ফেন্সিংয়ে ভবানী দেবীর হার

ফ্রান্সের মানঁ ব্রুনের কাছে হেরে ফেন্সিং থেকে ছিটকে গেলেন ভবানী দেবী।

Tokyo Olympics 2020 Live: টেবিল টেনিসের পুরুষ সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে ভারতের শরথ কমল

পর্তুগালের তিয়াগো অ্যাপোলোনিয়াকে হারিয়ে টেবিল টেনিসের পুরুষ সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের শরথ কমল।

Tokyo Olympics 2020 Live: ফেন্সিংয়ে তিউনিশিয়ার প্রতিপক্ষকে হারালেন ভবানী দেবী

ফেন্সিংয়ে তিউনিশিয়ার নাদিয়া আজিজিকে ১৫-৩ ব্যবধানে হারিয়ে দিলেন ভারতের ভবানী দেবী।

Tokyo Olympics 2020 Live: তিরন্দাজিতে কাজাকস্তানকে হারাল ভারত

কাজাকস্তানকে ৬-২ সেটে হারিয়ে তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ দল।

প্রেক্ষাপট

টোকিও: শনিবার মীরাবাঈ চানুর পদক জয়ের পর থেকে আর কোনও পদক এখনও পর্যন্ত আসেনি ভারতের ঝুলিতে। তৃতীয় দিনে মেরি কম, পিভি সিন্ধু, মণিকা বাত্রারা তাঁদের ইভেন্টে জয় পেয়েছেন। কিন্তু হেরে বিদায় নিয়েছেন সানিয়া মির্জা-অঙ্কিতা রায়না, মানু ভাকের।


অলিম্পিক্সের চতুর্থ দিনে তিরন্দাজিতে আশা ছিলই। তিরন্দাজির দলগত ইভেন্টে এলিমেশন পর্বে নেমেছিলেন অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাই। তাঁরা জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। সকাল ১১.৩০ এ এই ইভেন্টের মেডেল রাউন্ড শুরু হবে। তবে তার আগে ভারতের তিরন্দাজদের ২টো ম্যাচ জিতে আসতে হবে।.


শ্যুটিংয়ে স্কিট যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে সোমবার। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অঙ্গদ বাজোয়া ও মাইরাজ আহমেদ খান। ভোর ৬.৩০ থেকে এই খেলা শুরু হবে। এই ইভেন্টের ফাইনাল রয়েছে দুপুর ১২টার সময়।


অঙ্গদ এই মুহূর্তে স্কিট ইভেন্টে ৭৫ শটসের পর ৭১ পয়েন্ট নিয়ে ১১ নম্বর স্থানে রয়েছেন। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মোট ১২৫ শট মারতে পারেন একজন শ্যুটার। তার মানে আরও ৫০টি শটের পরই বোঝা যাবে যে আদৌ অঙ্গদ ফাইনালে প্রবেশ করতে পারবেন কিনা। নিয়ম অনুযায়ী প্রথম ৬ জন শ্যুটার যোগ্যতা অর্জন পর্ব থেকে ফাইনালে প্রবেশ করতে পারবেন। মাইরাজ যদিও অনেকটাই পেছনে থেকে ২৫ নম্বরে রয়েছেন।









টেবিল টেনিসে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড রয়েছে। খেলতে নামবেন জি সাথিয়ান, শরথ কমল, সুতীর্থা মুখোপাধ্যায় ও মণিকা বাত্রা। রবিবারই তৃতীয় রাউন্ডে উঠেছেন মণিকা।


মহিলা হকিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধে খেলতে নামবেন রানি রামপলরা। প্রথম ম্যাচে নেদাল্যান্ডসের বিরুদ্ধে ৫-১ গোলে হারতে হয়েছিল তাঁদের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.