Tokyo Olympics 2020 Live: বক্সিংয়ে দাপট দেখিয়ে জয়, শেষ ষোলোয় মেরি কম

রবিবার শ্যুটিংয়ে পদক জয়ের সম্ভাবনা রয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Jul 2021 01:53 PM
Tokyo Olympics 2020 Live: অলিম্পিক্সে সোনা জয়ই লক্ষ্য মেরি কমের

রবিবার টোকিও অলিম্পিক্সে নিজের প্রথম ম্য়াচ জয়ের পর মেরি কম বলেন, 'আমার কাছে সব মেডেলই রয়েছে। তবে একমাত্র অলিম্পিক্স সোনা জয় আমার হাতে নেই। তবে ধারাবাহিকভাবে ভাল খেলে যাওয়া, ম্যাচ জিতে যাওয়াও কখনও সম্ভব নয়। এটা আমার হাতেও নেই। তবে এবার সোনা জয়ের লক্ষ্যই পূরণ করতে চাই। ওই জন্যই এখনও নিজেকে উদ্বুদ্ধ করতে পারি।'

Tokyo Olympics 2020 Live: সোশ্যাল মিডিয়ায় হতাশা ব্য়ক্ত করলেন সাথিয়ান




টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে এগিয়ে গিয়েও হংকংয়ের এস এইচ লামের কাছে হেরে গিয়েছেন ভারতের সাথিয়ান গণেশাকরন। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজের হতাশা ব্যক্ত করলেন তিনি। সাথিয়ান লেখেন, 'একটা কঠিন দিন কোর্টে। আর একটা মন ভেঙে যাওয়া হার। সুযোগ হাতছাড়া করে ভেতরে ভেতরে পুড়ছি। হয়তো কয়েক রাত ঘুমও আসবে না।' 







 

Tokyo Olympics 2020 Live: জিমন্য়াস্টিকে আনইভেন বার ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ সিমোনে বাইলস

জিমন্যাস্টিকে আনইভেন বার ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ সিমোনে বাইলস। তিনি রিওতে ৪টি সোনা জিতেছিলেন।  

Tokyo Olympics 2020 Live: সাঁতারে সেমিফাইনালে উঠতে ব্যর্থ শ্রীহরি নটরাজন

সাঁতারে ১০০ মিটার পুরুষদের ব্যাকস্ট্রোক ইভেন্টে সেমিফাইনালে উঠতে ব্যর্থ শ্রীহরি নটরাজন। ২৭ নম্বরে শেষ করলেন শ্রীহরি। 

India vs Australia, Men's Hockey LIVE: হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে হার ভারতের

টোকিও অলিম্পিক্সে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্য়াচে হার ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলের বড় ব্যবধানে হারতে হল মনপ্রীতদের। উল্লেখ্য, এর আগে ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে ৮-০ ব্যবধানে ভারত হেরেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

India vs Australia, Men's Hockey LIVE: চতুর্থ কোয়ার্টারে ফের গোল হজম ভারতের, ৭-১ এ এগিয়ে অস্ট্রেলিয়া

থামানোই যাচ্ছে না অস্ট্রেলিয়াকে। ভারতের বিরুদ্ধে একের পর এক গোল। চতুর্থ কোয়ার্টারে আরও এক গোল অজিদের। এই মুহূর্তে ৭-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। 

India vs Australia, Men's Hockey LIVE: ভারতের বিরুদ্ধে ৬-১ গোলে হকিতে এগিয়ে অস্ট্রেলিয়া

তৃতীয় কোয়ার্টারে টানা ২ গোল হজম। হফডজন গোল হজম করতে হল হকিতে ভারতকে। ৬-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

India vs Australia, Men's Hockey LIVE: আরও এক গোল হজম, হকিতে ৫-১ ব্যবধানে পিছিয়ে গেল ভারত

১ গোল শোধ করলেও, তৃতীয় কোয়ার্টারেই ফের আরও একটি গোল হজম করতে হল ভারতীয় হকি দলকে। ৫-১ গোলে এই মুহূর্তে এগিয়ে অস্ট্রেলিয়া। ম্যাচে ফিরে আসার রাস্তা আরও কঠিন হল মনপ্রীতদের জন্য।

India vs Australia, Men's Hockey LIVE: হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় কোয়ার্টারে ১ গোল শোধ ভারতের

টোকিও অলিম্পিক্সে হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় কোয়ার্টারে ১ গোল শোধ ভারতের। গোল করলেন দিলপ্রীত সিং। এই মুহূর্তে অস্ট্রেলিয়া এগিয়ে ৪-১ গোলে। 

India vs Australia, Men's Hockey LIVE: দ্বিতীয় কােয়ার্টারেই ৪-০ গোলে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

হকিতে দ্বিতীয় কোয়ার্টারে একের পর এক আক্রমণ অস্ট্রেলিয়ার। প্রতি মুহূর্তের আক্রমণে পরপর আরও ৩ গোল হজম ভারতের। এই মুহূর্তে অস্ট্রেলিয়া এগিয়ে ৪-০ ব্যবধানে।

Tokyo Olympics 2020 Live: বক্সিংয়ে হার মণীশ কৌশিকের

বক্সিংয়ে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে গ্রেট ব্রিটেনের লিউক ম্যাককরম্যাক হারিয়ে দিলেন ভারতের মণীশ কৌশিককে।  

Tokyo Olympics 2020 Live: হকিতে প্রথম কোয়ার্টারেই এগিয়ে গেল অস্ট্রেলিয়া

পুরুষদের হকিতে প্রথম কোয়ার্টারেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে গোল হজম করতে হল ভারতকে। খেলার ১০ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

Tokyo Olympics 2020 Live: হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই শুরু ভারতের

টোকিও অলিম্পিক্সে পুরুষদের হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে খেলতে নামল ভারতীয় দল। প্রথম ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছিল ভারত। 

Tokyo Olympics 2020 Live: করোনা আক্রান্ত বিশ্বের এক নম্বর গল্ফার

টোকিও অলিম্পিক্সের মাঝপথেই করোনা আক্রান্ত হলেন বিশ্বের এক নম্বর গল্ফার জন রাম।

Tokyo Olympics 2020 Live: ৪-১ ব্যবধানে জয়ী মেরি কম

মহিলাদের ৪৮-৫১ কেজি বিভাগে ডমিনিসিয়ান রিপাবলিকের মিগুয়েলিনা হার্নান্দেজ গার্সিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেলেন ভারতের মেরি কম।

Tokyo Olympics 2020 Live: তৃতীয় রাউন্ডে মণিকা বাত্রা

টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ভারতের মণিকা বাত্রা

Tokyo Olympics 2020 Live: টেবিল টেনিসে দ্বিতীয় রাউন্ডের প্রথম গেম হারলেন মণিকা

টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কার কাছে প্রথম গেম ৪-১১ ব্যবধানে হেরে গেলেন মণিকা বাত্রা।

Tokyo Olympics 2020 Live: টেবিল টেনিসে এগিয়ে গিয়েও হার গণেশাকরনের

টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে এগিয়ে গিয়েও হংকংয়ের এস এইচ লামের কাছে হেরে গেলেন ভারতের এস গণেশাকরন।

Tokyo Olympics 2020 Live: অলরাউন্ড ফাইনালেও উঠতে পারলেন না প্রণতি নায়েক

আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের সাবডিভিশন ওয়ান থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি। এবার অলরাউন্ড ফাইনালেও উঠতে পারলেন না প্রণতি নায়েক।

Tokyo Olympics 2020 Live: ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠতে ব্যর্থ দীপক-দিব্যাংশ

১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের দীপক কুমার ও দিব্যাংশ সিংহ।


Tokyo Olympics 2020 Live: টাইব্রেকারে হেরে বিদায় সানিয়া-অঙ্কিতার

প্রথম সেট ৬-০ তে জেতার পর দ্বিতীয় সেটে ৫-৩ এ এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৬-৭ এ হেরে যান সানিয়া-অঙ্কিতা। টাইব্রেকারে ৮-১০ হেরে যান তাঁরা।

Tokyo Olympics 2020 Live: দ্বিতীয় সেট টাইব্রেকারে হারলেন সানিয়া-অঙ্কিতা

প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেট টাইব্রেকারে হারলেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না

Tokyo Olympics 2020 Live: প্রথম সেটে সহজ জয় সানিয়া-অঙ্কিতার

ইউক্রেনের কিচেনক বোনেদের বিরুদ্ধে মহিলা ডাবলসের প্রথম সেট ৬-০ ব্যবধানে জিতে নিলেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না।

Tokyo Olympics 2020 Live: পরের রাউন্ডে বিশ্বের ৩৪ নম্বর তারকার সামনে সিন্ধু

বিশ্বের সাত নম্বর ভারতীয় তারকা পি ভি সিন্ধুর পরের রাউন্ডে প্রতিপক্ষ বিশ্বের ৩৪ নম্বর, হং কংয়ের চেউং নান ই।

Tokyo Olympics 2020 Live: দ্বিতীয় রাউন্ডে সিন্ধু

স্ট্রেট গেমে জিতে ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের পি ভি সিন্ধু।

Tokyo Olympics 2020 Live: রোয়িং সেমিফাইনালে উঠলেন অর্জুন-অরবিন্দ

রোয়িংয়ে ডাবলস স্কালস রেপেশাঁ বিভাগে তৃতীয় হয়ে সেমিফাইনালে উঠলেন ভারতের অর্জুন লাল ও অরবিন্দ সিংহ।

Tokyo Olympics 2020 Live: ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ মনু-যশস্বিনী

তাঁদের ওপর প্রত্যাশা ছিল পদক জয়ের। কিন্তু মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ হলেন ভারতের মনু ভাকের ও যশস্বিনী দেশওয়াল।

প্রেক্ষাপট

টোকিও: টোকিও অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারোত্তোলনে পদক এসেছে। টেবিল টেনিসে সিঙ্গলসে জয় পেয়েছেন সুতীর্থা মুখোপাধ্যায় ও মনিকা বাত্রা। কিন্তু শ্যুটিংয়ে ব্যর্থ হতে হয়েছে ভারতকে। সৌরভ চৌধুরী হতাশ করেছেন। কিন্তু রবিবার শ্যুটিংয়ে পদক জয়ের সম্ভাবনা রয়েছে। ১০ মিটার এয়ার রাইফেলে অলিম্পিক্সে নামছেন মানু ভাকের। এছাড়াও এদিন অলিম্পিক্স লড়াই শুরু করতে চলেছেন পিভি সিন্ধু ও মেরি কম।


অলিম্পিক্সের তৃতীয় দিনের শুরু থেকেই পদক জয়ের আশা রাখছেন ভারতীয় অ্যাথলিটরা। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামছেন মানু ভাকের ও যশস্বিনী সিংহ দেশোয়াল। এরপর সকাল ৭.৪৫ এ ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল। মানু ভাকেরকে নিয়েই যাবতীয় আশা। এখনও পর্যন্ত শ্যুটিংয়ে ৯ বার সোনা জিতেছেন মানু। এমনকী কমনওয়েলথ গেমসের সঙ্গে সঙ্গে যুব অলিম্পিক্সেও সোনা জিতেছেন এই তরুণী। এই একই ইভেন্টে নামবেন যশস্বিনী সিংহ দেশোয়ালও। যার ঝুলিতে বিশ্বকাপে ২টো সোনা রয়েছে।


শুধু মহিলা বিভাগেই নয়। রবিবার সকালে পুরুষদের শ্যুটিংয়েও ১০ মিটার এয়ার রাইফেল পিস্তল ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবেন দীপক কুমার ও দিব্যাংশ সিংহ পানোয়ার। দিব্যাংশ মাত্র ১৮ বছরের। তিনিই টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতের সবচেয়ে কমবয়সী অ্যাথলিট। এরপরই এই দিনে রয়েছে বক্সিংয়েও বড় ম্যাচ। সকাল ৭.৩০ এ মহিলাদের ফ্লাইওয়েট প্রথম রাউন্ডে খেলতে নামবেন কিংবদন্তি মহিলা বক্সার মেরি কম। সকালে গ্রুপ লিগে নিজের প্রথম ম্যাচ খেলার জন্য নামবেন গত অলিম্পিক্সে রুপোজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু। হকিতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছে ভারত। এদিন দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন মনপ্রীতরা।


টেবিল টেনিসে ভারতের পুরুষ ও মহিলাদের দ্বিতীয় রাউন্ড রয়েছে রবিবার। খেলতে নামবেন জি সাথিয়ান, শরথ কমল, মণিকা বাত্রা ও বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়। অন্যদিকে টেনিসে মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডে খেলতে নামবেন সানিয়া মির্জা-অঙ্কিতা রায়না জুটি। বাংলার আরও এক মেয়ে এদিন নামতে চলেছেন টোকিওয়। আর্টিস্টিক জিমন্যাস্টিকে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এদিন খেলতে নামবেন বাংলার প্রণতি নায়েক। সাঁতারে ভারতের সজন প্রকাশ ও শ্রীহরি নটরাজ নামবেন রবিবার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.