Tokyo Olympics 2020 Live: বক্সিংয়ে দাপট দেখিয়ে জয়, শেষ ষোলোয় মেরি কম

রবিবার শ্যুটিংয়ে পদক জয়ের সম্ভাবনা রয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Jul 2021 01:53 PM

প্রেক্ষাপট

টোকিও: টোকিও অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারোত্তোলনে পদক এসেছে। টেবিল টেনিসে সিঙ্গলসে জয় পেয়েছেন সুতীর্থা মুখোপাধ্যায় ও মনিকা বাত্রা। কিন্তু শ্যুটিংয়ে ব্যর্থ হতে হয়েছে ভারতকে। সৌরভ চৌধুরী হতাশ করেছেন। কিন্তু রবিবার...More

Tokyo Olympics 2020 Live: অলিম্পিক্সে সোনা জয়ই লক্ষ্য মেরি কমের

রবিবার টোকিও অলিম্পিক্সে নিজের প্রথম ম্য়াচ জয়ের পর মেরি কম বলেন, 'আমার কাছে সব মেডেলই রয়েছে। তবে একমাত্র অলিম্পিক্স সোনা জয় আমার হাতে নেই। তবে ধারাবাহিকভাবে ভাল খেলে যাওয়া, ম্যাচ জিতে যাওয়াও কখনও সম্ভব নয়। এটা আমার হাতেও নেই। তবে এবার সোনা জয়ের লক্ষ্যই পূরণ করতে চাই। ওই জন্যই এখনও নিজেকে উদ্বুদ্ধ করতে পারি।'