টোকিও: ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে বিশ্বের সেরা স্পোর্টস ইভেন্ট অলিম্পিক্স। তার আগে জেনে নেওয়া যাক কিছু অজানা তথ্য:
- প্রথম অলিম্পিক্স আয়োজিত হয়েছিল খ্রীষ্ট পূর্ব অষ্টম শতাব্দীতে, গ্রিসের অলিম্পিয়ায়। ১২ শতাব্দী ধরে প্রত্যেক চার বছর অন্তর আয়োজিত হয় এই প্রতিযোগিতা। তারপর খ্রীষ্টাব্দ অনুযায়ী চতুর্থ শতাব্দীতে সম্রাট থিওডোসাস সমস্ত পেগান উৎসব বন্ধ করে দেন। বন্ধ হয়ে যায় অলিম্পিক্সও।
- তার ১৫০০ বছর পর, ১৮৯৬ সালে গ্রিসে নতুন করে শুরু হয় অলিম্পিক্স।
- প্রাচীন গ্রিসে সুরক্ষাব্যবস্থা বা ফ্যাশনের কোনও বিষয় ছিল না অ্যাথলিটদের। নগ্ন হয়ে তাঁরা প্রতিযোগিতায় লড়াই করতেন।
- সেই সময় অলিম্পিক্স চলত ৫-৬ মাস ধরে।
- আগে অলিম্পিক্সে অংশ নিতেন শুধু পুরুষ অ্যাথলিটরা। ১৯০০ সাল থেকে মহিলাদেরও অলিম্পিক্সে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।
- ১৯২৪ সাল থেকে ১৯৯২ পর্যন্ত একই বছরে আয়োজিত হত গ্রীষ্ম ও শীতকালীন অলিম্পিক্স। তারপর দুই অলিম্পিক্সের বছর পাল্টে দেওয়া হয়। দুই প্রতিযোগিতার মধ্যে দু'বছরের ব্যবধান করে দেওয়া হয়।
- এখনও পর্যন্ত মাত্র চারজন অ্যাথলিট গ্রীষ্মকালীন ও শীতকালীন, দুই অলিম্পিক্সেই পদক জিতেছেন।
- ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে দু'সপ্তাহের কিছু বেশি সময়ের জন্য গেমস ভিলেজে ১ লক্ষ ৬৫ হাজার তোয়ালে লেগেছিল।
- অলিম্পিক্সের সরকারি ভাষা হল ইংরেজি ও ফরাসি। সেই সঙ্গে আয়োজক দেশের ভাষা ব্যবহৃত হয়।
- অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন টারজানও! ১২টি সিনেমায় টারজানের চরিত্র করা জনি ওয়েসমুলার ১৯২০ সালের অলিম্পিক্সে সাঁতারে পাঁচটি সোনা জিতেছিলেন।
- ১৯১২ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত চিত্রশিল্পী, লেখক, ভাস্কর ও সুরকারেরাও অলিম্পিক্সে পদকের জন্য় লড়াই করতেন।
- ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক্সে জাপানের দুই পোলভল্টার দ্বিতীয় ও তৃতীয় পোজিশনের লড়াইয়ে টাই করেছিল। তখন দুজনে রুপো ও ব্রোঞ্জের পদক ভেঙে দুটিরই আধখানা করে নিজেদের কাছে রেখে দিয়েছিলেন।
- গ্রিসের ইরা মন্দিরে অলিম্পিক্সের মশাল প্রজ্জ্বলনে এখনও আয়না ও সূর্যরশ্মি ব্যবহৃত হয়।
- সেখান থেকে মশাল যায় আয়োজক দেশে। সাধারণত দৌড়বিদরা মসাল বহন করেন। তবে আকাশপথে, জলের তলায়, ঘোড়ার গাড়িতে কিংবা উটের পিঠে চেপেও মশাল যাত্রা করে।
- অলিম্পিক্সের মশাল নেভানো অবস্থায় কয়েকবার মহাকাশেও নিয়ে যাওয়া হয়েছে।
- টুর্নামেন্ট চলাকালীন মশাল নিভে গেলে ফের গ্রিস থেকে আগুন জ্বালিয়ে এনে মসাল প্রজ্জ্বলন করা হয়।
- ২০১২ সালের লন্ডল অলিম্পিক্সই প্রথম যেখানে সব অংশগ্রহণকারী দেশ মহিলা অ্যাথলিটও পাঠিয়েছিল।
- দড়ি টানাটানি, হটএয়ার বেলুনিং, ডুয়েলিং পিস্তলের মতো ইভেন্ট অলিম্পিক্সে আর নেই।
- ১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে গুলি করে পায়রা হত্যা করার মতো নৃশংস একটি ইভেন্ট ছিল।
- অলিম্পিক্সের প্রতীক হিসাবে পাঁচটি রিংয়ের নকশা করেছিলেন পিয়ার দ্য কুবের্তান। পাঁচটি রিং পাঁচ মহাদেশের প্রতীক।
- অলিম্পিক্সের প্রতীকে ব্যবহার করা হয় ছটি রং। নীল, হলুদ, কালো, সবুজ, লাল ও সাদা। কারণ, প্রত্যেক দেশের পতাকায় এই ছটি রংয়ের অন্তত একটি থাকেই।
- এখনও পর্যন্ত ২৩টি দেশে অলিম্পিক্স আয়োজিত হয়েছে।
- ২০১৬ সালের রিও অলিম্পিক্সই ছিল দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম অলিম্পিক্স।
- ১৯৭২ সাল থেকে অলিম্পিক্সে ম্যাসকট রাখার প্রচলন হয়।