টোকিও: বক্সিংয়ে হতাশ করলেন ভারতের আশিস কুমার। পুরুষদের মিডলওয়েট (৬৯ কেজি থেকে ৭৫ কেজি) বিভাগে চিনের আরবিয়েকে তুয়োহেতার কাছে ০-৫ ব্যবধানে হেরে গেলেন তিনি। রাউন্ড অফ ৩২-এর ম্য়াচে কার্যত দাঁড়াতেই পারেননি ভারতীয় বক্সার।


 


প্রথম রাউন্ডে ০-৫ ব্যবধানে হেরে যান আশিস। চিনের আরবিয়েকে তুয়োহেতার বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডেও সেভাবে কোনও টক্কর দিতে পারেননি আশিস। হেরে যান ০-৫ ব্যবধানেই।


অন্যদিকে, টেবিল টেনিসে পদক জয়ের জন্য তাঁর দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। কিন্তু মহিলা সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে স্ট্রেট গেমে হেরে গিয়ে বিদায় নিলেন ভারতের মণিকা বাত্রা। সোমবারের ম্যাচে বিশ্ব ক্রমপর্যায়ে এগিয়ে থাকা প্রতিপক্ষ, অস্ট্রিয়ার সোফিয়া পোলকানোভার বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি মণিকা। ৮-১১, ২-১১, ৫-১১ ও ৭-১১ গেমে ম্যাচ হেরে যান। ম্যাচ শেষ হয়ে যায় মাত্র ২৭ মিনিটে।


টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিলেন ভারতের মণিকা বাত্রা। তবে সোমবার সেরকম লড়াই দেখা গেল না মণিকার পক্ষ থেকে।


অন্যদিকে, ব্যাডমিন্টনে পুরুষ ডাবলসের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে স্বপ্নভঙ্গ চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ়ের ভারতীয় জুটির। ব্যাডমিন্টনে পুরুষ ডাবলসে বিশ্বের এক নম্বর জুটি, ইন্দোনেশিয়ার মার্কাস গিদেয়ন ও কেভিন শুকামুলজ়োর কাছে হেরে গেলেন ভারতের চিরাগ শেট্টি-সাত্ত্বিকসাইরাজ় রঙ্কিরেড্ডি।






 

সোমবার টেবিল টেনিসে ভারতের শুরুটা ভাল হয়েছিল। পুরুষ বিভাগের সিঙ্গলসে পর্তুগালের থিয়াগো অ্যাপোলোনিয়াকে ৪-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের শরথ কমল।