টোকিও: টোকিও অলিম্পিক্সে গল্ফেও পদক আসতে পারে ভারতের ঝুলিতে। গল্ফে ভারতের অদিতি অশোক দুর্দান্ত ফর্মে এগিয়ে চলেছেন। অলিম্পিক্সের মঞ্চে ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টে তৃতীয় রাউন্ডের শেষে ২ নম্বরে রয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণী গল্ফার। এর আগে দ্বিতীয় রাউন্ডের শেষেও দ্বিতীয় স্থানে ছিলেন অদিতি। এই ফর্ম যদি ধরে রাখতে পারেন আর পরবর্তী রাউন্ডেও দ্বিতীয় স্থান ধরে রাখেন অদিতি, তবে গল্ফে কিন্তু রুপো চলে আসতে পারে ভারতের ঝুলিতে। 


তৃতীয় রাউন্ডের শেষে অদিতি স্কোর করেছেন থ্রি আন্ডার ৬৮। তিন রাউন্ডের শেষে অদিতির স্কোর টুয়েলভ আন্ডার পার ২০১। আমেরিকার নেলি কর্ডা তৃতীয় রাউন্ডের শেষে ফিফটিন আন্ডার পার ১৯৮ স্কোর করে শীর্ষে রয়েছেন। তৃতীয় রাউন্ডে নেলি স্কোর করেছেন টু আন্ডার ৬৯।


অদিতি দারুণভাবে এগোলেও ভারতের আরেক গল্ফার দীক্ষা দাগরকে নিয়ে খুব একটা আশা করা যাচ্ছে না। কারণ তৃতীয় রাউন্ডের শেষে তিনি স্কোর করেছেন সেভেন আন্ডার পার ২২০। তালিকায় ৫১ নম্বরে রয়েছেন তিনি। ফলে অনেকটাই পিছিয়ে রয়েছেন দীক্ষা। তাকে নিয়ে তাই গল্ফে আশাও কম। তবে শনিবারই রয়েছে গল্ফে পরের রাউন্ড। এই রাউন্ডেই ভারতকে পদক এনে দিতে পারেন অদিতি। 


গল্ফে এখনও পর্যন্ত অলিম্পিক্সের থেকে কোনও পদক পায়নি ভারত। অদিতি সেই শূন্যস্থান পূরণ করতেই পারেন। মহিলা ইউরোপিয়ান ট্যুর ও এলপিজিএ ট্যুরে খেলার অভিজ্ঞতা রয়েছে অদিতির। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার অলিম্পিক্সে পারফর্ম করছেন এই তরুণী। ৫টি প্রফেশনাল উইন রয়েছে তাঁর নামের পাশে। ২০১৬ সালে রিওতে প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে খেলতে নামেন অদিতি। কিন্তু সেবার অদিতি খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি। 


ব্যাঙ্গালোরে জন্ম হওয়া এই তরুণী মাত্র ৫ বছর বয়স থেকেই গল্ফ খেলা শুরু করেছিলেন। ২০১৬ সাল থেকে প্রফেশনার গল্ফার হিসেবে খেলছেন অদিতি। দেশকে প্রথমবার গল্ফে পদক এনে দিতে পারেন কিনা এই তরুণী এখন, তা দেখার।