কলকাতাঃ অপেক্ষার প্রায় এক বছর। করোনা অতিমারীর জন্য পিছিয়ে গিয়েছিল অলিম্পিক্স। চলতি বছরেও অনিশ্চয়তা ছিল। সব কাটিয়ে শুক্রবার থেকে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স। প্রথম প্রতিযোগিতায় তিরন্দাজিতে লড়াই করছে ভারত। সেখানে মহিলা তিরন্দাজিতে র‍্যাঙ্কিং রাউন্ডে লড়াইয়ে নবম স্থান অর্জন করলেন দীপিকা কুমারী।  

  


টোকিও অলিম্পিক্স শুরুর প্রথম দিনে মহিলা তিরন্দাজির ১২টি ইনটেন্স সেটের লড়াইয়ে ৬৬৩ পয়েন্ট নিয়ে নবম স্থান পান দীপিকা কুমারী।  প্রথমার্ধের শেষদিকে দীপিকা অনেকটাই এগিয়ে ছিলেন। কিন্তু দ্বিতীয় পর্যায়ে পিছিয়ে পড়েন তিনি। দক্ষিণ কোরিয়ার আন সান ৬৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে। এরপর জাং মিনহে ৬৭৭ পয়েন্ট এবং চায়েইয়ং কাং পান ৬৭৫ পয়েন্ট। মহিলার তিরন্দাজির শীর্ষে রয়েছেন এই তিন দক্ষিণ কোরিয়ান।


পুরুষ তিরন্দাজি দলে রয়েছেন- অতনু দাস, প্রবীণ যাদব এবং তরুনদীপ রাই। তাঁরাও তাঁদের ব্যক্তিগত রাউন্ডে অংশগ্রহণ করবেন। গোটা ইভেন্ট ঘিরে নজর থাকে বিশ্বের। অলিম্পিক্সের গুরুত্ব যেমন রয়েছে, তেমন এই অনুষ্ঠানে যোগদানকে মর্যাদার হিসেবেও দেখা হয়ে থাকে। এই মঞ্চে চূড়ান্ত সাফল্য পেতে মুখিয়ে থাকে তাবড় তাবড় ক্রীড়াবিদ থেকে সকলেই।  


শুক্রবার বিকেল ৪টের সময় জাপানের টোকিওতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন হবে। এদিকে অলিম্পিক্স শুরুর আগেই করোনা সংক্রমিত হয়েছেন অনেকে। টোকিওতে করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে এবারের অলিম্পিক্স আয়োজন নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। গেমস আয়োজনের বিরুদ্ধে জোরালো সওয়াল করেছেন টোকিওর চিকিৎসকরা। গেমস ভিলেজে বেশ কয়েকজন অ্যাথলিট সংক্রমিত হয়েছেন। সংক্রমণের কথা মাথায় রেখেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবে ভারতের ১৮ জন ক্রীড়াবিদ। বিশ্বের ২০৪টি দেশের ১১  হাজার অ্যাথলিট যোগদান করছেন অনুষ্ঠানে।


এখনও পর্যন্ত অলিম্পিক্স থেকে ২৮টি পদক পেয়েছে ভারত। তার মধ্যে ৯টি সোনা, সাতটি রুপো ও ১২টি ব্রোঞ্জ রয়েছে। ব্যক্তিগত সোনা একটিই, যা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে পান শ্যুটার অভিনব বিন্দ্রা। বাকি আটটি সোনাই এসেছে হকি থেকে।