Tokyo Olympics 2020 Live: ৪১ বছর পর অলিম্পিক্সের শেষ আটে ভারতের মহিলা হকি দল, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
Tokyo Olympics 2020: আজ অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বৃদ্ধির আশা রয়েছে।
৪১ বছর পর অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা হকি দল।
ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে রবিবার কোর্টে নামবেন পিভি সিন্ধু।
অলিম্পিক্সে হকিতে সেমিফাইনালে ওঠার লড়াই ভারতের। কাল গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে ভারতীয় হকি দল।
চিনা তাইপে প্রতিদ্বন্দ্বী তাই যু ইংয়ের বিরুদ্ধে হার পিভি সিন্ধুর। বিশ্বের ১ নম্বর ব্যাডমিন্টন তারকার বিরুদ্ধে স্ট্রেট গেমে ১৮-২১, ১১-২১ ব্যবধানে হারলেন সিন্ধু।
ব্যাডমিন্টনে হার পিভি সিন্ধুর। অলিম্পিক্সের সেমিতেই অভিযান শেষ ভারতীয় শাটলারের। হার স্ট্রেট গেমে।
প্রথম গেমে হারলেন সিন্ধু। চিনা তাইপে প্রতিদ্বন্দ্বী প্রথম গেমে জয় পেলেন ২১-১৮ ব্যবধানে।
চিনা তাইপে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অলিম্পিক্সে ব্যাডমিন্টনের সেমিফাইনালের খেলা শুরু পিভি সিন্ধুর
পদক জয়ের ব্যাপারে তাঁর দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। কিন্তু পারলেন না পূজা রানি। মহিলাদের মিডলওয়েট (৭৫ কেজি) বিভাগের কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বী কিয়ান লি-র কাছে হেরে গেলেন ভারতীয় বক্সার।
চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ০-৫ ব্যবধানে হারলেন পূজা রানি।
অলিম্পিক্সে বক্সিংয়ে মহিলাদের ৭৫ কেজি মিডলওয়েট বিভাগে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা শুরু পূজা রানির।
ব্রোঞ্জের ম্যাচেও হেরে গেলেন নোভাক জকোভিচ। কারেনো বাস্তা ৬-৪, ৬-৭ (৬-৮), ৬-৩ সেটে জোকারকে হারিয়ে অলিম্পিক্স টেনিসের পুরুষ সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন।
দেশের প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সে গোলের হ্যাটট্রিক করার নজির গড়লেন ভারতের বন্দনা কাতারিয়া।
গেমস ভিলেজে করোনা আক্রান্ত ২১ জন। তবে তাঁরা কেউই অ্যাথলিট নন। কনট্রাক্টর ও কর্মকর্তা।
শ্যুটিংয়ে ব্যর্থতার ছবিটা অব্যহত। মহিলাদের থ্রি পি ফাইনালে উঠতে ব্য়র্থ ভারতীয় শ্যুটার অঞ্জুম মৌড়গিল ও তেজস্বিনী সবন্ত।
দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারিয়ে মহিলাদের হকিতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ভারত।
দক্ষিণ আফ্রিকা সমতা ফেরালেও, দ্বিতীয় কোয়ার্টারে ফের গোল করে এগিয়ে গেল ভারতীয় দল। খেলার ফল এখন ২-১।
মহিলাদের হকিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের শুরুতেই বন্দনা কাটারিয়ার গোলে এগিয়ে গেল ভারত।
সোমবার, ২ অগাস্ট মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনাল। কমলপ্রীত এদিনের পারফরম্যান্স বজায় রাখতে পারলে ভারতের পদক সংখ্যা বাড়তে পারে।
মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে ভারতের কমলপ্রীত কউর। তৃতীয় থ্রোয়ে ৬৪ মিটার দূরে ডিসকাস পাঠিয়ে তিনি ফাইনালে পৌঁছে গেলেন।
মহিলাদের ডিসকাস থ্রোয়ের গ্রুপ বি-তে দারুণ পারফরম্যান্স ভারতের কমলপ্রীত কউরের। দ্বিতীয় থ্রোয়ে তিনি ৬৩.৯৭ মিটার দূরত্বে ডিসকাস পাঠিয়ে দিলেন। তিনি ফাইনালে ওঠার দিকে এগিয়ে গেলেন। গ্রুপ এ থেকে ভারতের অপর অ্যাথলিট সীমা পুনিয়াও ফাইনালে যেতে পারেন।
পুরুষদের ফ্লাইওয়েট বক্সিংয়ে প্রি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার হেনরি মার্টিনেজের কাছে ১-৪ ফলে হার ভারতের অমিত পাঙ্ঘালের।
তিরন্দাজির প্রি কোয়ার্টার ফাইনালে জাপানের তাকাহারু ফুরুকাওয়ার কাছে হেরে গেলেন অতনু দাস। ফুরুকাওয়ার পক্ষে ফল ৬-৪।
৬০.৫৭ মিটার দূরত্বে ডিসকাস থ্রো করে গ্রুপ এ-তে ৬ নম্বরে সীমা পুনিয়া। গ্রুপের ১৫ জন অ্যাথলিটেরই তিনটি করে থ্রো হয়ে গিয়েছে। ৬৩.৭৫ মিটারের থ্রো করে শীর্ষে ক্রোয়েশিয়ার দু’বারের অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট সান্দ্রা পেরোভিচ। গ্রুপ বি-তে আছেন ভারতের কমলপ্রীত কউর। তিনি এবারই প্রথম অলিম্পিক্সে যোগ দিয়েছেন।
তৃতীয় তথা শেষ থ্রোয়ে ৫৮.৯৩ মিটার দূরে ডিসকাস পাঠালেন সীমা পুনিয়া। এর ফলে ৬০.৫৭ মিটারই তাঁর সেরা ফল হল। তিনি এখন গ্রুপ এ-তে ষষ্ঠ স্থানে আছেন। দুই গ্রুপ মিলিয়ে সেরা ১২ জন অ্যাথলিট ফাইনালে যাবেন। ফলে সীমার আশা আছে।
প্রথম থ্রো বৈধ না হলেও, দ্বিতীয় থ্রোয়ে ৬০.৫৭ মিটার দূরে ডিসকাস ছুড়লেন সীমা। ১৫ জনের মধ্যে মাত্র তিনজন অ্যাথলিট ৬০ মিটার বা তার বেশি দূরত্বে ডিসকাস ছুড়তে পেরেছেন।
মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্ট শুরু। আছেন ভারতের সীমা পুনিয়া।
প্রেক্ষাপট
টোকিও: এবারের অলিম্পিক্সের শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন মীরাবাই চানু। তাঁর হাত ধরেই প্রথম পদক এসেছিল। তারপর আরও একটি পদক নিশ্চিত করেছেন লভলিনা বোর্গোহাইন। আজ আরও একটি পদকের লড়াইয়ে নামছেন পিভি সিন্ধু। বিকেলে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমি ফাইনাল ম্যাচে নামবেন তিনি। তাঁর হাত ধরে অলিম্পিক্স থেকে আরও একটি পদকের আশায় দেশ।
আজ বক্সিংয়ে পুরুষদের ফ্লাইওয়েট প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন অমিত পাঙ্ঘাল। কলম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের এই তারকা বক্সার। এবারের অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার অমিত। এরপরই রয়েছে শ্যুটিংয়ের ইভেন্ট। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামবেন অঞ্জুম মৌদগিল ও তেজশ্বিনী সবন্ত। শ্য়ুটিংয়ে বেলা ১২.৩০টায় রয়েছে এই ইভেন্টেরই ফাইনাল। সাঁতারেও নামবে ভারতের প্রতিনিধিরা।
এরপর রয়েছে হকি। মহিলাদের পুল এ-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবেন রানি রামপলরা। বক্সিংয়ে এদিন নামবেন পূজা রানি। বিকেল ৩.৩৬ এ বক্সিংয়ে মিডলওয় কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন পূজা। জীবনের প্রথম অলিম্পিক্সে নেমেই চমক দিচ্ছেন ভারতের মহিলা বক্সার পূজা রানি। মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ে (৬৯-৭৫ কেজি বিভাগ) আলজিরিয়ার ইচরাক চাইব-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ভারতের বক্সার। ৩০ বছর বয়সী পূজা রানি বয়সে তাঁর চেয়ে ১০ বছরের ছোট প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে ৫-০ ব্যবধানে জিতেছিলেন তিনি। দুবারের এশিয়ান চ্যাম্পিয়ন বক্সার পূজা সুবিধা পেয়ে যান তাঁর প্রতিপক্ষ রিংয়ে ভারসাম্য নিয়ে সমস্যায় পড়ে যেতে। প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগই দেননি তিনি।
পুরুষদের লং জাম্পে যোগ্যতা অর্জন পর্বের ইভেন্ট রয়েছে ভারতের এম শ্রীশঙ্করের। বিকেল ৩.৪০ থেকে রয়েছে এই ইভেন্ট। এরপরে ব্যাডমিন্টনে রয়েছে মহিলাদের সেমিফাইনাল ম্যাচে নামবেন পিভি সিন্ধু। চিনা তাইপের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন এই ভারতীয় শাটলার। পদকের জন্য তাঁ দিকে তাকিয়ে দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -