Tokyo Olympics 2020 Live: টোকিও অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন পিভি সিন্ধু

রবিবার সিন্ধুর দিকে নজর থাকবে সকলের। কারণ, ব্রোঞ্জ জেতার ম্যাচে নামবেন তিনি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Aug 2021 05:58 PM

প্রেক্ষাপট

টোকিও: অলিম্পিক্সে চিনের দাপট চলছে। ২১টি সোনা সহ মোট ৪৬টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে চিন। আয়োজক দেশ জাপান রয়েছে দুই নম্বরে। ১৭টি সোনা সহ ৩০টি পদক জিতে দুইয়ে রয়েছে জাপান।...More

Tokyo Olympics 2020 Live: টেবিল টেনিসে সোনা চিনের চেন ইউফেইয়ের

মহিলাদের টেবিল টেনিসে সোনা জিতলেন চিনের চেন ইউফেই। হারিয়ে দিলেন চিনা তাইপের তাই জু ইংকে।