Tokyo Olympics 2020 Live: টোকিও অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন পিভি সিন্ধু

রবিবার সিন্ধুর দিকে নজর থাকবে সকলের। কারণ, ব্রোঞ্জ জেতার ম্যাচে নামবেন তিনি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Aug 2021 05:58 PM
Tokyo Olympics 2020 Live: টেবিল টেনিসে সোনা চিনের চেন ইউফেইয়ের

মহিলাদের টেবিল টেনিসে সোনা জিতলেন চিনের চেন ইউফেই। হারিয়ে দিলেন চিনা তাইপের তাই জু ইংকে। 

Tokyo Olympics 2020 Live: ৪৯ বছর পর অলিম্পিক্সের সেমিতে পুরুষদের ভারতীয় হকি দল

৪৯ বছর পর অলিম্পিক্সের সেমিফাইনালে পুরষদের ভারতীয় হকি দল। গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে দিল তারা। 

Tokyo Olympics 2020 Live: হকিতে চতুর্থ কোয়ার্টারে এগিয়ে ভারত

হকিতে চতুর্থ কোয়ার্টারের খেলা চলছে। ২-১ গোলে এগিয়ে ভারত। 

Tokyo Olympics 2020 Live: অনন্য কৃতিত্ব সিন্ধুর

ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে ২ টো পদক জিতলেন পিভি সিন্ধু। 

Tokyo Olympics 2020 Live: হকিতে ২-০ গোলে এগিয়ে ভারত

হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দ্বিতীয় কােয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ভারতীয় দল।

Tokyo Olympics 2020 Live: টোকিও অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ সিন্ধুর

টোকিও অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ সিন্ধুর। হারিয়ে দিলেন চিনের প্রতিদ্বন্দ্বী হে বিংজাওকে। স্ট্রেট গেমে ২১-১৩, ২১-১৫ ব্যবধানে জয় সিন্ধুর। 

Tokyo Olympics 2020 Live: প্রথম গেমে জয় সিন্ধুর

ব্যাডমিন্টনে ব্রোঞ্জের লড়াইয়ে প্রথম গেমে জয় পিভি সিন্ধুর। চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে ২১-১৩ ব্যবধানে জয় সিন্ধুর।

Tokyo Olympics 2020 Live: ব্রোঞ্জের লড়াইয়ে প্রথম গেমে এগিয়ে সিন্ধু।

ব্যাডমিন্টনে প্রথম গেমের খেলা চলছে। ১১-৮ ব্যবধানে এগিয়ে পিভি সিন্ধু। 

Tokyo Olympics 2020 Live: বিকেল ৫টায় খেলতে নামছেন সিন্ধু

অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে বিকেল ৫টায় চিনের হে বিংজাওয়ের বিরুদ্ধে খেলতে নামবেন পিভি সিন্ধু।

Tokyo Olympics 2020 Live: স্টেফিকে ছুঁলেন জেভেরেভ

স্টেফ গ্রাফের পর ৩৩ বছরের ব্যবধান। জার্মানির টেনিস প্লেয়ার হিসেবে অলিম্পিক্সে সোনা আলেকজান্ডার জেভেরেভের।

Tokyo Olympics 2020 Live: টেনিসে সোনা জেভেরেভের

অলিম্পিক্সে পুরুষদের টেনিসে সোনা জয় আলেকজান্ডার জেভেরেভের। 

Tokyo Olympics 2020 Live: ভল্টে সোনা ব্রাজিলের রেবেকার

জিমন্যাসল্টিক্সে মহিলাদের ভল্টে সোনা জিতলেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে।

Tokyo Olympics 2020 Live: আজ পদক জিততে পারবেন সিন্ধু?

আজ ব্যাডমিন্টনে মহিলাদের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী নির্ধারণের ম্যাচে (ব্রোঞ্জ পদকের জন্য) মুখোমুখি পি ভি সিন্ধু ও হে বিং জিয়াও। ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল ৫টায়।

Tokyo Olympics 2020 Live: শাস্তি পেয়ে অভিনব প্রতিবাদ ফরাসি বক্সারের

শাস্তি পেয়ে অভিনব প্রতিবাদ। রিংয়েই বসে পড়লেন বক্সার। এবং সেখানেই বসে রইলেন ঝাড়া এক ঘণ্টা! হইচই পড়ে গিয়েছে এরকম বেনজির ঘটনায়। রবিবার যা ঘটালেন ফ্রান্সের বক্সার মৌরাদ অ্যালিয়েভ। হেভিওয়েট বক্সিংয়ে রবিবার তাঁর কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। সেই ম্যাচে ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষকে গুঁতো মারার অভিযোগ উঠেছে অ্যালিয়েভের বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ড শেষ হতে তখন আর চার সেকেন্ড বাকি। ব্রিটিশ প্রতিপক্ষ ফ্রেজার ক্লার্ককে গুঁতো মারার অপরাধে অ্যালিয়েভকে প্রতিযোগিতা থেকে বাতিল করেন রেফারি। জয়ী ঘোষণা করা হয় ইংরেজ বক্সারকে। 

Tokyo Olympics 2020 Live: ৪৩ নম্বরে অনির্বাণ, ৫৬ নম্বরে উদয়ন

তৃতীয় রাউন্ডের পর গল্ফের ব্য়ক্তিগত স্ট্রোক প্লে বিভাগে যুগ্মভাবে ৪৩ নম্বরে ভারতের অনির্বাণ লাহিড়ী, যুগ্মভাবে ৫৬ নম্বরে উদয়ন মানে।


Tokyo Olympics 2020 Live: ২৯ বছর পর অলিম্পিক্স পদক ঘানার

১৯৯২ সালের পর প্রথমবার অলিম্পিক্সে পদক নিশ্চিত করল ঘানা। বক্সিংয়ের সেমিফাইনালে উঠলেন স্যামুয়েল টাকি।

Tokyo Olympics 2020 Live: পুরুষ হকির সেমিফাইনালে অস্ট্রেলিয়া

নেদারল্যান্ডসকে শ্যুট আউটে ৩-০ (নির্ধারিত সময়ে ২-২) হারিয়ে অলিম্পিক্সে পুরুষ হকির সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।

Tokyo Olympics 2020 Live: হেভিওয়েট বক্সিংয়ের শেষ আটের ম্যাচে হেরে গেলেন সতীশ কুমার

বিশ্বচ্যাম্পিয়ন উজবেকিস্তানের বাখোদির জালোলভের বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও হেরে হেভিওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় সতীশ কুমারের।

Tokyo Olympics 2020 Live: জালোলভের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডেও হারলেন সতীশ কুমার

উজবেকিস্তানের বাখোদির জালোলভের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডেও হারলেন সতীশ কুমার।

Tokyo Olympics 2020 Live: জালোলভের বিরুদ্ধে প্রথম রাউন্ড হারলেন সতীশ

উজবেকিস্তানের বাখোদির জালোলভের বিরুদ্ধে প্রথম রাউন্ড হারলেন সতীশ কুমার।

Tokyo Olympics 2020 Live: হেভিওয়েট বক্সিংয়ের শেষ আটের ম্যাচে লড়াইয়ের অনুমতি সতীশকে

উদ্বেগ মুক্তি ঘটল। চিকিৎসকেরা জানিয়ে দিলেন যে, কোয়ার্টার ফাইনালে নামতে পারবেন সতীশ। অর্থাৎ, পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতীয় বক্সারের। কারণ, কোয়ার্টার ফাইনাল জিতলেই তিনি ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলবেন।

Tokyo Olympics 2020 Live: গল্ফে চল্লিশে অনির্বাণ, সাতান্নয় উদয়ন

তৃতীয় রাউন্ডের পর গল্ফের ব্য়ক্তিগত স্ট্রোক প্লে বিভাগে যুগ্মভাবে ৪০ নম্বরে ভারতের অনির্বাণ লাহিড়ী, যুগ্মভাবে ৫৭ নম্বরে উদয়ন মানে।

Tokyo Olympics 2020 Live: ইকোয়েস্ট্রিয়ানে লড়ছেন ভারতের ফওয়াদ মির্জা

ইকোয়েস্ট্রিয়ানে ইভেন্টিং প্রতিযোগিতায় ভারতের ফওয়াদ মির্জা রয়েছেন ১৮ নম্বরে।

Tokyo Olympics 2020 Live: হকিতে জার্মানির কাছে ৩-১ গোলে হারল আর্জেন্তিনা

রিও অলিম্পিক্সে পুরুষদের হকিতে চ্যাম্পিয়ন আর্জেন্তিনার টোকিওতে দৌড় থেমে গেল কোয়ার্টার ফাইনালেই। জার্মানির কাছে ৩-১ গোলে হেরে গেল তারা।

প্রেক্ষাপট

টোকিও: অলিম্পিক্সে চিনের দাপট চলছে। ২১টি সোনা সহ মোট ৪৬টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে চিন। আয়োজক দেশ জাপান রয়েছে দুই নম্বরে। ১৭টি সোনা সহ ৩০টি পদক জিতে দুইয়ে রয়েছে জাপান। ১৬টি সোনা-সহ ৪৬টি পদক জিতে তিনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।


মীরাবাঈ চানুর পর ভারতের আর কেউই পদক জেতেননি। পদক তালিকায় ভারত নেমে গিয়েছে ৬০ নম্বরে। বুলগেরিয়া, জর্ডন, নর্থ ম্যাসেডোনিয়া ও তুর্কমেনিস্তানের সঙ্গে যুগ্মভাবে।


অলিম্পিক্সে শনিবার ভারতের দিনটি মিশ্রভাবে কাটল। তিরন্দাজিতে হারতে হল অতনু দাসকে। ডিসকাস থ্রোয়ে সীমা পুনিয়া না পারলেও ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন কমলপ্রীত কৌর। বক্সিংয়ে হেরে যান অমিত পাঙ্ঘাল। হকিতে ভারতীয় মহিলা দল ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। শ্যুটিংয়ে ভারতীয়রা ফের ব্যর্থ। বক্সিংয়ে হেরে গিয়েছেন পূজা রানি। ব্য়াডমিন্টনের সেমিফাইনালে হারতে হয়েছে পি ভি সিন্ধুকে।


রবিবার অবশ্য সিন্ধুর দিকেই নজর থাকবে সকলের। কারণ, ব্রোঞ্জ জেতার ম্যাচে নামবেন তিনি। সোনা বা রুপোর পদক জয়ের স্বপ্ন আর নেই। কিন্তু তা বলে ব্য়াডমিন্টনে ভারতের পদক জয়ের সব সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বরং ব্রোঞ্জ জয়ের ভাল সুযোগ রয়েছে। আর সে জন্য যে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন, অঙ্গীকার করে রাখলেন পি ভি সিন্ধু। যিনি শনিবার সেমিফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন।









এছাড়া তারকাদের মধ্যে গল্ফে নামছেন অনির্বাণ লাহিড়ী, বক্সিংয়ে সতীশ কুমার। হকিতে ভারতের পুরুষ দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে। ভারতের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.