টোকিও: পদক জয়ের ব্যাপারে তাঁর দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। কিন্তু পারলেন না পূজা রানি। মহিলাদের মিডলওয়েট (৭৫ কেজি) বিভাগের কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বী কিয়ান লি-র কাছে হেরে গেলেন ভারতীয় বক্সার। খালি হাতেই তাঁকে ফিরতে হচ্ছে টোকিও থেকে।


চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেননি পূজা। তিনটি রাউন্ডেই হেরে যান। কিয়ান লি-র গতি আর ক্ষিপ্রতার কোনও জবাব ছিল না ভারতীয় বক্সারে কাছে।


কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে নেমেই চমক দিয়েছিলেন ভারতের মহিলা বক্সার পূজা রানি। মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ে (৬৯-৭৫ কেজি বিভাগ) আলজিরিয়ার ইচরাক চাইব-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতের বক্সার। ৩০ বছর বয়সী পূজা রানি দুবারের এশীয় চ্যাম্পিয়নও। আগের রাউন্ডে প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগই দেননি পূজা।


রানির অলিম্পিক্স খেলাও বেশ নাটকীয়ভাবে। আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। পাশাপাশি সামলাতে হয়েছে একটি বড়সড় চোট আর একটি দুর্ঘটনা। কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন রানি। তাঁর কেরিয়ারই বিপন্ন হয়ে পড়েছিল। পাশাপাশি তাঁর হাত পুড়ে গিয়েছিল একবার। তবে সবরকম প্রতিবন্ধকতাকে হার মানিয়ে টোকিওতে বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি।


পূজার বাবা পুলিশকর্মী। তবে মেয়ের বক্সিং রিংয়ে নামা মেনে নিতে পারেননি। বুঝিয়েছিলেন, বক্সিং শুধুমাত্র মারদাঙ্গা করা লোকজনদের জন্য। কিন্তু সেই নিষেধ শোনেননি পূজা। তাঁর লড়াইয়ের স্বীকৃতি হিসাবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন পূজা। তবে শেষরক্ষা হল না।


শনিবার অলিম্পিক্সে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় মহিলা হকি দল। গ্রুপ লিগের খেলায় দুরন্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় সাফল্য পেলেন মহিলারা। ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা কিছুটা হলেও জিইয়ে রাখলেন তাঁরা। 


টোকিও অলিম্পিক্সে ভারতীয় মহিলা হকি টিমের শুরুটা ভাল না হলেও পরের দিকে ঘুরে দাঁড়িয়েছে মহিলা হকি টিম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবার ম্যাচের শুরুতেই বন্দনা কাতারিয়ার গোলে এগিয়ে যায় ভারত। এরপর যদিও সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ফের এগিয়ে যায় ভারতীয় দল।


এই ম্যাচে হ্যাটট্রিক করেন বন্দনা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি গোলের মধ্যে তিনটি গোলই করেন তিনি। বাকি একটি গোল করেন নেহা গয়াল। এই ম্যাচ জেতায় অলিম্পিক্সে পদক জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখল ভারত। 


শনিবারই গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের ম্যাচ আছে। সেই ম্যাচে যদি আয়ারল্যান্ড হেরে যায় কিংবা ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যাবে ভারত। সেই আশাতেই বুক বাঁধছে গোটা দেশ।