টোকিও: তাঁকে নিয়ে আশায় বুক বেঁধেছিলেন সকলে। বিশেষ করে আগের রাউন্ডে দুবারের অলিম্পিক্স চ্যাম্পিয়নকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার পর। তবে সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন না বাংলার তিরন্দাজ অতনু দাস। খালি হাতেই টোকিও থেকে ফিরতে হচ্ছে তাঁকে।


পদক জিততে না পারার জন্য যিনি সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করলেন। অতনু লিখলেন, 'দুঃখিত ভারতবর্ষ। আমি অলিম্পিক্স থেকে গৌরব আনতে পারলাম না।' সেই সঙ্গে হাত জোড় করার একটি ইমোজিও পোস্ট করেন বরানগরের তিরন্দাজ। সঙ্গে এ-ও লেখেন, 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ভারতীয় তিরন্দাজি সংস্থা ও অলিম্পিক গোল্ড কোয়েস্টের কাছে যে সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। সামনের দিকে তাকানো ছাড়া আর কোনও উপায় নেই। জয় হিন্দ।'



বাংলার অতনু দাস অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস তৈরি করবেন, এমন স্বপ্নেই ডুবে ছিল বাংলা। শনিবার সকালেই অবশ্য সেই স্বপ্ন ভেঙে গেল। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন অতনু। প্রি-কোয়ার্টারে অতনুর প্রতিপক্ষ ছিলেন জাপানের তাকাহারু ফুরুকাওয়া। তাকাহারুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত ৬-৪-এ হেরে গেলেন তিনি। 


অন্যদিকে, অলিম্পিক্সে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় মহিলা হকি দল। গ্রুপ লিগের খেলায় দুরন্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় সাফল্য পেলেন মহিলারা। ৪-৩ গোলে হারিয়ে পদক জয়ের আশা কিছুটা হলেও জিইয়ে রাখলেন তাঁরা। এই গ্রুপ থেকে ভারতীয় মহিলা দলের এখনও কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা রয়েছে।


শনিবারের ম্যাচে হ্যাটট্রিক করেন বন্দনা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি গোলের মধ্যে তিনটি গোলই করেন তিনি। বাকি একটি গোল করেন নেহা গয়াল। এই ম্যাচ জেতায় অলিম্পিক্সে পদক জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখল ভারত। 


কীভাবে? শনিবারই গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের ম্যাচ আছে। সেই ম্যাচে যদি আয়ারল্যান্ড হেরে যায় কিংবা ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যাবে ভারত। সেই আশাতেই বুক বাঁধছে গোটা দেশ।