টোকিও: সোমবার টেবিল টেনিসে ভারতের শুরুটা ভাল হল। পুরুষ বিভাগের সিঙ্গলসে পর্তুগালের থিয়াগো অ্যাপোলোনিয়াকে ৪-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের শরথ কমল।


সোমবার শরথের শুরুটা ভাল হয়নি। প্রথম গেম ২-১১ ব্যবধানে হেরে যান ভারতীয় প্যাডলার। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ান শরথ। পরের দুটি গেম জিতে নেন তিনি। এগিয়ে যান ২-১ গেমে। তবে বেস্ট অফ সেভেন গেমের ম্যাচে ফের লড়াইয়ে ফেরেন থিয়াগো। চতুর্থ গেম জিতে নিয়ে ২-২ করেন তিনি। তবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং স্নায়ুর চাপ সামলে পরের দুটি গেম জিতে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেন শরথ।


কেরিয়ারের চতুর্থ অলিম্পিক্সে নেমেছেন শরথ। পদক জেতার জন্য তাঁর দিকে তাকিয়ে রয়েছে ভারত। অভিজ্ঞতার জন্যই চাপের মুখে মাথা ঠাণ্ডা রাখতে সক্ষম হন তিনি।



অন্য দিকে চলতি টোকিও অলিম্পিক্সে তিরন্দাজিতে সোমবারই প্রথমবার দেখা গেল ভারতীয়দের দাপট। পুরুষদের দলগত বিভাগে ১/৮ এলিমিনেশনে কাজাখস্তানকে ৬-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ দল। অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাই ৬টি সেট জিতে নেন।




সোমবার ভারতীয় সময় সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচে প্রথম সেটে কাজাখস্তানকে ৫৫-৫৪ ব্যবধানে হারান অতনুরা। ভারতীয়দের ৯, ৯, ৮, ৯, ১০ ও ১০ পয়েন্টের পাশাপাশি কাজাখস্তানের তিরন্দাজরা ১০, ৯, ৯, ৮, ৮ ও ১০ পয়েন্ট স্কোর করেন। ২-০ এগিয়ে যায় ভারত। দ্বিতীয় সেটও ৫২-৫১ পয়েন্টে জিতে নেন অতনু-প্রবীণ-তরুণদীপরা। এবং শুরুতেই ৪-০ সেটে এগিয়ে যায় ভারত।


পরের সেট অবশ্য ৫৭-৫৬ পয়েন্টে জিতে নিয়ে ঘুরে দাঁড়ায় কাজাখস্তান। ৪-২ করে ম্যাচ। তবে শেষ সেটে ফের ৫৫-৫৪ পয়েন্টে জিতে যায় ভারত। সেই সঙ্গে ৬-২ সেট পয়েন্টে ম্যাচ জিতে নেয়। শেষ শটে জয় নিশ্চিত করার জন্য বাংলার তিরন্দাজ অতনু দাসকে পারফেক্ট টেন মারতেই হতো। ১০ পয়েন্টই করেন অতনু। দলের জয় নিশ্চিত করে দেন।