নয়া দিল্লি : টোকিও অলিম্পিক থেকে যাঁরা দেশে ফিরছেন সেইসব অ্যাথলিট, আধিকারিক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের করোনার আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্টের প্রয়োজন নেই। রবিবার একথা জানাল ভারত সরকার।


এই মর্মে আজই সরকারের কাছে অনুরোধ জানান ভারতীয় অলিম্পিকের প্রেসিডেন্ট নরিন্দর বাত্রা। তার পরই আজ স্বাস্থ্য মন্ত্রকের সহ সচিব লাভ আগরওয়াল চিঠিতে  টোকিও থেকে বিমানে চাপার আগে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্টের প্রয়োজন নেই বলে জানিয়ে দেন। 


তবে স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক চিঠিতে এও জানান, ভারত ছাড়ার সময় স্যালিভা-নির্ভর পরীক্ষায় যাঁদের নেগেটিভ এসেছিল, তাঁদের ফ্লাইটে উঠতে দেওয়া হবে। এর পাশাপাশি ভারতে নামার পর তাঁদের পরীক্ষা করা হবে। শুধুমাত্র উপসর্গহীনদের বিমানে উঠতে দেওয়া হবে।


স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে পৌঁছানোর পর প্রতিনিধিদের পুনরায় পরীক্ষা করা হবে। নমুনা দেওয়ার পরই তাঁদের বিমানবন্দর ছাড়তে দেওয়া হবে। এর পাশাপাশি আগামী ১৪ দিন তাঁরা যাতে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখেন সেই শর্তও দেওয়া হবে। 


আজই অলিম্পিকের প্রেসিডেন্ট নরিন্দর বাত্রার তরফে ক্রীড়া সচিব রবি মিত্তালকে একটি চিঠি লেখা হয়। চিঠিতে বাত্রা লেখেন, যেহেতু অলিম্পিক প্রতিনিধিদলের সদস্যদের সম্পূর্ণ টিকাকরণ হয়ে গেছে এবং টোকিও নিয়মিত পরীক্ষা করা হয়েছে তাঁদের, তাই তাঁদের দেশে ফেরার সময় আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্টের বিষয়ে ছাড় দেওয়া হোক। 


প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সের কোভিড ১৯ প্রোটোকল অনুয়ায়ী, অ্যাথলিটদের প্রতিদিন অ্যান্টিজেন টেস্ট করাতে হয়। যাঁদের পজিটিভ রেজাল্ট আসছে বা সংক্রমিতের কাছেপিঠে থেকেছেন তাঁকে আরটি-পিসিআর করাতে হচ্ছে। এমনকী ইভেন্ট শেষ হয়ে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাথলিটদের টোকিওয় ছাড়তে হচ্ছে। উল্লেখ্য, ভারতের টোকিও অলিম্পিক্সের পুরো প্রতিনিধিদলের সম্পূর্ণ টিকাকরণ হয়ে গেছে। তাই বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানান বাত্রা।


এমনকী বাত্রা সরকারকে এও অনুরোধ জানান যাতে, কোভিড ১৯ পরীক্ষা ছাড়া ভারতীয় প্রতিনিধিদের বিমানে চাপতে দেওয়া হয় তার জন্য জাপান সরকারকে চিঠি লিখতে। উল্লেখ্য, মীরাবাঈ চানুর ঐতিহাসিক রূপো জয়ের পর টোকিও থেকে সোমবার ভারত ফিরবে ভারোত্তলক দল।