টোকিও: চলতি টোকিও অলিম্পিক্সে তিরন্দাজিতে প্রথমবার দেখা গেল ভারতীয়দের দাপট। পুরুষদের দলগত বিভাগে ১/৮ এলিমিনেশনে কাজাখস্তানকে ৬-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ দল। অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাই ৬টি সেট জিতে নেন।




সোমবার ভারতীয় সময় সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচে প্রথম সেটে কাজাখস্তানকে ৫৫-৫৪ ব্যবধানে হারান অতনুরা। ভারতীয়দের ৯, ৯, ৮, ৯, ১০ ও ১০ পয়েন্টের পাশাপাশি কাজাখস্তানের তিরন্দাজরা ১০, ৯, ৯, ৮, ৮ ও ১০ পয়েন্ট স্কোর করেন। ২-০ এগিয়ে যায় ভারত। দ্বিতীয় সেটও ৫২-৫১ পয়েন্টে জিতে নেন অতনু-প্রবীণ-তরুণদীপরা। এবং শুরুতেই ৪-০ সেটে এগিয়ে যায় ভারত।


পরের সেট অবশ্য ৫৭-৫৬ পয়েন্টে জিতে নিয়ে ঘুরে দাঁড়ায় কাজাখস্তান। ৪-২ করে ম্যাচ। তবে শেষ সেটে ফের ৫৫-৫৪ পয়েন্টে জিতে যায় ভারত। সেই সঙ্গে ৬-২ সেট পয়েন্টে ম্যাচ জিতে নেয়। শেষ শটে জয় নিশ্চিত করার জন্য বাংলার তিরন্দাজ অতনু দাসকে পারফেক্ট টেন মারতেই হতো। ১০ পয়েন্টই করেন অতনু।


সোমবার বক্সিংয়ে বড় ম্যাচ রয়েছে ভারতের। ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার অমিত পাঙ্ঘাল পুরুষদের ফ্লাইওয়েট ক্যাটেগরিতে প্রথম রাউন্ডে নামবেন। খেলা শুরু সকাল ৭.৩০এ। এছাড়াও পুরুষদের মিডলওয়েট প্রথম রাউন্ডে আশিস কুমার নামবেন।


টেবিল টেনিসে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড রয়েছে। খেলতে নামবেন জি সাথিয়ান, শরথ কমল, সুতীর্থা মুখোপাধ্যায় ও মণিকা বাত্রা। রবিবারই তৃতীয় রাউন্ডে উঠেছেন মণিকা। মহিলা হকিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধে খেলতে নামবেন রানি রামপলরা। প্রথম ম্যাচে নেদাল্যান্ডসের বিরুদ্ধে ৫-১ গোলে হারতে হয়েছিল তাঁদের।


শ্যুটিংয়ে স্কিট যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে সোমবার। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অঙ্গদ বাজোয়া ও মাইরাজ আহমেদ খান। অঙ্গদ এই মুহূর্তে স্কিট ইভেন্টে ৭৫ শটসের পর ৭১ পয়েন্ট নিয়ে ১১ নম্বর স্থানে রয়েছেন। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মোট ১২৫ শট মারতে পারেন একজন শ্যুটার। তার মানে আরও ৫০টি শটের পরই বোঝা যাবে যে আদৌ অঙ্গদ ফাইনালে প্রবেশ করতে পারবেন কি না।