টোকিও: অলিম্পিক্সে পদক জয়ের অন্য়তম দাবিদার মনে করা হচ্ছে তাঁকে। তিনি দঙ্গল-কন্যা বিনেশ ফোগত। বিমান জটে আটকে মঙ্গলবার যাঁর টোকিও যাওয়া হল না।
অনেকের মনে প্রশ্ন তৈরি হতে পারে যে, টোকিও অলিম্পিক্স তো আনুষ্ঠানিকভাবে ২৩ জুলাই শুরু হয়ে গিয়েছে। ভারত একটি রুপো জিতেছে। মীরাবাঈ চানু ভারোত্তোলনে দেশকে গর্ব করার মকো মুহূর্ত উপহার দিয়েছেন। পাশাপাশি পদক সম্ভাবনা নিভে গিয়েছে বেশ কিছু অ্য়াথলিটের। তাহলে এখনও টোকিও যাননি কেন বিনেশ? কোথায়ই বা ছিলেন তিনি?
ঘটনা হল, অলিম্পিক্সে কুস্তির সমস্ত ইভেন্ট শুরু হচ্ছে একটু পরের দিকে। নিজের ইভেন্টের আগে তাই হাঙ্গেরিতে তাঁর ব্যক্তিগত কোচ ওলার অ্যাকোসের প্রশিক্ষণে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন পালোয়ান মহাবীর ফোগতের কন্যা। মঙ্গলবারই অবশ্য তাঁর টোকিও পৌঁছে যাওয়ার কথা ছিল। যদিও ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাঁকে।
কিন্তু কেন? জানা গিয়েছে, ফ্রাঙ্কফুর্ট থেকে টোকিওর কানেক্টিং বিমান ধরার কথা ছিল বিনেশের। কিন্তু ফ্রাঙ্কফুর্টে তিনি পৌঁছনোর পর জানা যায় যে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাঁকে যতদিনের জন্য হাঙ্গেরিতে থাকার ভিসা দিয়েছিল, তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বাড়তি একদিন থেকেছেন তিনি। যে কারণে তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়।
তবে ভারতীয় অলিম্পিক সংস্থা থেকে সংবাদসংস্থাকে জানানো হয়েছে যে, বিনেশের সমস্যা মিটে গিয়েছে। কথাবার্তা বলার পর তাঁকে টোকিও রওনা হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। বুধবার তিনি টোকিও পৌঁছবেন।
মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় চলতি টোকিও অলিম্পিক্স থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো। পদক তালিকায় এখন ৩৯ নম্বরে ভারত। পদক তালিকায় ৩৯ নম্বরে ভারতের সঙ্গে যুগ্মভাবে রয়েছে বুলগেরিয়া, কলম্বিয়া, ডেনমার্ক, জর্ডন, রোমানিয়া ও তুর্কমেনিস্তান।