টোকিও: তাঁর ওপর অনেক প্রত্যাশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশাপূরণ করতে পারলেন না মেরি কম। টোকিও অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে মণিপুরের বক্সারকে।


মহিলাদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে গেলেন ভারতীয় বক্সার।


মজার ব্যাপার হল, তিন রাউন্ডের ম্যাচে দ্বিতীয় ও তৃতীয়, মোট দুটি রাউন্ড জেতেন মেরিই। তবু কেন হেরে বিদায় নিতে হল তাঁকে? কারণপ্রথম রাউন্ডে বিরাট ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন তিনি। সেই খামতি দূর করা তাঁর পক্ষে আর সম্ভব হয়নি।


ছ বারের বিশ্বচ্যাম্পিয়নের অলিম্পিক্স পদক জয়ের স্বপ্নে ইতি টানলেন কলম্বিয়ার ইনগ্রিট। ম্যাচের পর তাঁকে জড়িয়ে ধরলেন মেরি। ইনগ্রিটও আলিঙ্গন করলেন মেরিকে। মেরি হারলেও যে দুরন্ত লড়াই করলেন, তারই যেন স্বীকৃতি দিলেন বয়সে তাঁর চাইতে অনেক ছোট কলম্বিয়ার বক্সার।


বৃহস্পতিবার সকালে টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ে নিজের ম্যাচ জিতেছেন সতীশ কুমার। পুরুষদের বক্সিংয়ে ৯১ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিনি। সতীশ হারালেন জামাইকার রিকার্ডো ব্রাওনকে। খেলার ফল সতীশের পক্ষে ৪-১। এদিন প্রথম থেকে সতর্ক ছিলেন সতীশ। কিন্তু ম্যাচে যত এগােচ্ছিল, ততই ছন্দ ফিরে পাচ্ছিলেন সতীশ। শেষ পর্যন্ত ম্যাচে জয় পান তিনি।


ব্রাওনের খারাপ ফুটওয়ার্কের জন্য সুবিধা পেয়ে যান সতীশ। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ২ বার ব্রোঞ্জ জিতেছেন তিনি। ৩২ বছরের এই ভারতীয় বক্সার প্রথম থেকেই নিজেকে মেলে ধরার চেষ্টা করছিলেন। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন সতীশ।


তিরন্দাজিতে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন অতনু দাস। এই জয়ের ফলে ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রাখলেন অতনু। এর আগে প্রথম রাউন্ডে অতনুর প্রতিপক্ষ ছিলেন চিনা তাইপের রুপোজয়ী ডেং ইউং চেং। তাঁর বিরুদ্ধে ৬-৪ পয়েন্টে জিতেছিলেন অতনু। প্রি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও সোনাজয়ী তিরন্দাজ দক্ষিণ কোরিয়ার ওহ জিন হিয়েকের বিরুদ্ধে জয় পেলেন অতনু। তৃতীয় সেটে পিছিয়ে গিয়েও দুর্দান্ত কামব্যাক করেন তিনি।