মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকার নাম বললে বিরাট কোহলির পাশে এখন তাঁর নামটাও আসে। শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসেবেও সফল রোহিত শর্মা (rohit sharma)। যার জন্য সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়কত্বও দেওয়া হয়েছে তাঁকে। আজকের দিনটি অর্থাৎ ২২ ডিসেম্বর রোহিত শর্মার কাছে অত্যন্ত স্মরণীয়। কিন্তু কেন? আসুন তাহলে জেনে নেওয়া যাক -


আজ থেকে ৪ বছর আগে আজকের দিনেই ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝোড়ো শতরান হাঁকিয়েছিলেন রোহিত। সেদিন ঝড়ের গতিতে ব্যাট করছিলেন হিটম্যান। লঙ্কা বোলারদের একেবারে যেন ক্লাবস্তরে নামিয়ে এনেছিলেন রোহিত। সেই ম্যাচে সেঞ্চুরিও হাঁকান তিনি। ১২টি বাউন্ডারি ও ১০ টি ছক্কা হাঁকিয়েছিলেন সেই ম্যাচে রোহিত।  মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সেই ম্যাচে রোহিত। যা আজ পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দ্রুততম শতরানও। 


সেই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। রোহিত শর্মা ও লোকেশ রাহুল ওপেনিংয়ে নামেন। ম্যাচের প্রথম থেকেই চার, ছক্কার বন্যা গ্যালারিতে। রোহিত সেদিন ৪৩ বলে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন। রাহুল ৪৯ বলে ৮৯ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। 


সেবার ভারত সফরে এসে ৩টি ওয়ান ডে, ৩টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলেছিল শ্রীলঙ্কা। ওয়ান ডে-তে ২-১ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টি ফর্ম্যাটেও ৩-০ ব্যবধানে হেরে যায় শ্রীলঙ্কা। 


বিরাট কোহলির (Virat Kohli) ডেপুটি হয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল রোহিত শর্মার। কিন্তু শেষ মুহূর্তে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা (South Africa) যেতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের 'হিটম্যান'। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের সহ-অধিনায়ক হলেন কেএল রাহুল (KL Rahul)। এই মুহূর্তে ভারতের সীমিত ওভারের সহ অধিনায়কও রাহুল। তাছাড়া ভবিষ্যতে রাহুলকে তিন ফর্ম্যাটের অধিনায়ক হিসাবে দেখতে শুরু করেছেন অনেকেই।


আরও পড়ুন: আগামী ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে কবে আইপিএলের নিলাম?