নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চলতি একদিনের সিরিজ শুধু দুই দলেরই নয়, দুই অধিনায়কেরও। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অসি অধিনায়ক স্টিভ স্মিথ। ক্রিকেট মহলে দুজনের মধ্যে তুলনাও চলে হামেশাই। সীমিত ওভারের ক্রিকেট স্মিথকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন কোহলি। ৯৯ টি একদিনের ম্যাচে স্মিথের সেঞ্চুরির সংখ্যা যেখানে মাত্র ৮, সেখানে কোহলি ১৯৫ ম্যাচে করেছেন ৩০ টি সেঞ্চুরি।
কোহলির এই রেকর্ড সম্পর্কে চেন্নাইয়ে ম্যাচের পর স্মিথের দিকে প্রশ্ন ধেয়ে এসেছিল, তাতে আশ্চর্যের কিছু নেই। জবাবে স্মিথ বলেছেন, কোহলি অসাধারণ ব্যাটসম্যান। পাশাপাশি কোহলি সম্পর্কে একটা প্রশ্ন সাংবাদিকদেরই করেছেন অসি অধিনায়ক। বললেন, কোহলি কতগুলি ম্যাচ খেলেছেন তা তাঁর জানা নেই। তিনি বলেছেন, আমার মনে হয় আমাদের থেকে ভারত অনেক বেশি একদিনের ম্যাচ খেলে। ও যেন কটা ম্যাচ খেলেছে? ও দুর্দান্ত খেলোয়াড়।
২৮ বছরের অসি অধিনায়ক আরও বলেছেন, ব্যক্তিগত রেকর্ড নিয়ে তাঁর খুব একটা মাথাব্যাথা নেই। সিরিজ জেতাই তাঁদের লক্ষ্য। ভারতের প্রথম সাত ব্যাটসম্যানই খুব ভালো। সবাই বড় রান করার ক্ষমতা রাখে। সিরিজ জিততে গেলে ওদের থামাতে হবে।
সিরিজ শুরুর আগে কোহলিও বলেছিলেন, ব্যক্তিগত রেকর্ডের লক্ষ্য নিয়ে ম্যাচ খেলতে নামেন না।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে একদিনের ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে ছুঁয়েছেন কোহলি। তাঁর সামনে এখন শুধু সচিন। সচিনের সেঞ্চুরি সংখ্যা ৪৯।
ও যেন কটা ম্যাচ খেলেছে? কোহলির ৩০ সেঞ্চুরি নিয়ে প্রশ্ন স্মিথের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Sep 2017 02:12 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -