জঘন্য ব্যাটিং, হারের পর বললেন রোহিত শর্মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2019 02:39 PM (IST)
হ্যামিলটন: চলতি সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ভারতের লজ্জার হারের পর অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, দীর্ঘদিন পর এটা একটা জঘন্য ব্যাটিং পারফরম্যান্স। একদিনের ক্রিকেটে এদিন ভারত তাদের সপ্তম সর্বনিম্ন রানে অল আউট হয়ে যায়। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরেছে ভারত। এরপর অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে।চোটের জন্য খেলেননি মহেন্দ্র সিংহ ধোনিও। এই অবস্থায় এদিন টসে হেরে ব্যাটিং করতে নেমে ভারতের বহুচর্চিত ব্যাটিং অর্ডারের বেহাল হয়ে পড়ে। ট্রেন্ট বোল্টের বিধ্বংসী ওপেনিং স্পেলের সামনে ভারতের কোনও ব্যাটসম্যানই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ৯২ রানে অল আউট হয়ে যায় ভারত। হ্যামিলটনে কোনও দলের এটাই কোনও দলের সর্বনিম্ন স্কোর। এর আগের সর্বনিম্ন স্কোর ছিল ভারতেরই ১২২। ম্যাচের পর রোহিত সিড্ডোন পার্কের পরিবেশকে সঠিকভাবে ব্যবহারের জন্য কিউই বোলারদের প্রশংসা করেন। তিনি বলেছেন, ভারতীয় ব্যাটসম্যানরা উইকেটে নিজেদের প্রয়োগ করতে পারেনি। উইকেট ভালো ছিল বলেও তিনি মন্তব্য করেছেন। সুইং কন্ডিশনে ব্যাটিং সম্পর্কে প্রশ্নের উত্তরে রোহিত বলেছেন, আজকের ম্যাচ থেকে আমাদের কিছু শেখার রয়েছে। সবসময়ই চাপ মোকাবিলা করার প্রয়োজন রয়েছে। এদিনের ব্যাটিং বিপর্যয়ের জন্য নিজেদের দোষারোপ করা ছাড়া অন্য কোনও উপায় নেই। বাজে শট বাছাইকেই এদিনের ব্যাটিং বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করেছেন রোহিত। তিনি বলেছেন, উইকেটে প্রয়োগ করতে পারলে ব্যাটিং সহজ হয়ে যায়। আমরা বেশ কিছু বাজে শট খেলেছি। বল সুইং করলে ব্যাট করাটা সবসময়ই চ্যালেঞ্জিং। রোহিত বলেছেন, বেশ কয়েকটা সিরিজে সীমিত ওভারের ফর্ম্যাটে আমরা ভালো রান করেছি। প্রত্যেকই জানে গলতিটা কোথায় হয়েছে। অনেকক্ষেত্রেই সুইং থাকবে এবং আমাদের তার মোকাবিলা করতে হবে। ভালো দল সব পরিবেশের সঙ্গেই মানিয়ে নিতে পারে। কিন্তু আজ আমরা তা করতে পারিনি। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতকে ১০০-র কম রানে আউট করার জন্য দলের বোলারদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, উইকেট এ ধরনের হবে বলে আশা করিনি। ওদের ৯০-এর মতো রানে অলআউট করাটা দারুন ব্যাপার।