ব্রায়ান লারার সঙ্গে একটি ভিডিও আড্ডায় সচিন বলেছেন, ‘ও আউটসুইঙ্গার ভেবে খেলতে বাধ্য করত। তবে পিচের তিন চতুর্থাংশ পেরিয়ে যাওয়ার পর বল শরীর থেকে দূরে যেত। স্টুয়ার্ট ব্রডও সেটা করত। তবে অ্যান্ডারসন ব্যাপারটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। ও রিভার্স সুইংটাও করাত উল্টো পদ্ধতিতে।’
অ্যান্ডারসনই প্রথম বোলার যে রিভার্স সুইংটাও করাত উল্টো পদ্ধতিতে, লারাকে বললেন মুগ্ধ সচিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jul 2020 12:52 PM (IST)
সচিন তেন্ডুলকর জেমস অ্যান্ডারসনের রিভার্স স্যুইং নিয়ে তাঁর মুগ্ধতার কথা জানালেন।
NEXT
PREV
মুম্বই: রিভার্স স্যুইংয়ের প্রসঙ্গ উঠলেই সরফরাজ নওয়াজ, ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস থেকে শুরু করে জাহির খান, গ্লেন ম্যাকগ্রা, উঠে আসে এক ঝাঁক তারকার নাম। সচিন তেন্ডুলকর অবশ্য জেমস অ্যান্ডারসনের রিভার্স স্যুইং নিয়ে তাঁর মুগ্ধতার কথা জানালেন। বললেন, ‘আমি অনেকদিন থেকেই দেখেছি যে, ও এমনভাবে বল গ্রিপ করে যেন আউট সুইং করাবে। তবে রিলিজের সময় সেটা পাল্টে যায়। বল ভিতরের দিকে ঢুকিয়ে আনে। ওর কব্জি দেখে ব্যাটসম্যান ভাববে ইনসুইং করাবে। তবে বলের দুদিকের ওজনের তারতম্য কাজে লাগিয়ে ও বল বাইরের দিকে নিয়ে যাবে।’
ব্রায়ান লারার সঙ্গে একটি ভিডিও আড্ডায় সচিন বলেছেন, ‘ও আউটসুইঙ্গার ভেবে খেলতে বাধ্য করত। তবে পিচের তিন চতুর্থাংশ পেরিয়ে যাওয়ার পর বল শরীর থেকে দূরে যেত। স্টুয়ার্ট ব্রডও সেটা করত। তবে অ্যান্ডারসন ব্যাপারটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। ও রিভার্স সুইংটাও করাত উল্টো পদ্ধতিতে।’
ব্রায়ান লারার সঙ্গে একটি ভিডিও আড্ডায় সচিন বলেছেন, ‘ও আউটসুইঙ্গার ভেবে খেলতে বাধ্য করত। তবে পিচের তিন চতুর্থাংশ পেরিয়ে যাওয়ার পর বল শরীর থেকে দূরে যেত। স্টুয়ার্ট ব্রডও সেটা করত। তবে অ্যান্ডারসন ব্যাপারটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। ও রিভার্স সুইংটাও করাত উল্টো পদ্ধতিতে।’
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -