তবে ওই ভিডিওতে ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংহর মন্তব্য নজর কেড়েছে। রোহিতের ভিডিওতে তাঁর মন্তব্য, 'এ জন্য মাত্র ৪০ কেজি?? কাম অন শানা'।
জবাবে রোহিত লিখেছেন, 'চোটের পর ওজন তোলার এটাই প্রথম দিন'।
হরভজনের মন্তব্যে যে রসিকতা ছিল, তা বুঝতে পেরে অনেকেই মজা পেয়েছেন। ইউজারদের অনেকেই ভাজ্জির সুরেই বিভিন্ন মজাদার মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, স্ট্যান্ডে বল পাঠাতে রোহিতের কাছে ৪০ কেজিই যথেষ্ট।
একজন লিখেছেন, তাহলে তো তিনি ওয়াংখেড়ে থেকে চিন্নাস্বামীতে বল পাঠিয়ে দেবেন।
আর একজনের মন্তব্য, ৪০ কেজি তো হয়েছে কী! তিনি সবসময়ই বল স্টান্ডেই পাঠান।
এক ইউজারের সরস মন্তব্য, তিনি ১০০ থেকে ২০০-তে পৌঁছন ৩২ বলে। স্লো স্টার্টার।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি ২০ ম্যাচে পায়ের পেশীতে চোট পেয়েছিলেন রোহিত। এরফলে একদিনের সিরিজে খেলতে পারেননি। আসন্ন টেস্ট সিরিজেও দলে নেই তিনি।
আগামী মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফেরাই লক্ষ্য রোহিতের।