নয়াদিল্লি: বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে গড়ে উঠতে চলছে আমেদাবাদের মোতেরার সর্দার পটেল স্টেডিয়াম। নতুন করে সেজে ওঠা এই স্টেডিয়ামে দর্শকাসন ৫৪ হাজার থেকে বেড়ে হচ্ছে এক লক্ষ দশ হাজার।আগামী ২৪ ফেব্রুয়ারি এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন। এরইমধ্যে এই স্টেডিয়াম ক্রিকেট অনুরাগী মহলের নজর কেড়েছে। এরইমধ্যে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিসিসিআই-এর ট্যুইটে এই শূন্য থেকে তোলা এই স্টেডিয়ামের ছবি শেয়ার করা হয়েছে। এই ট্যুইটের উত্তরে সৌরভ লিখেছেন, আমেদাদে..এই সুবিশাল, সুন্দর স্টেডিয়ামের ছবি দেখে খুব ভালো লাগছে...একজন খেলোয়াড়, অধিনায়ক হিসেবে এই মাঠে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি.... ইডেনে এক লক্ষ দর্শকাসন দেখে বড় হয়েছি... (এখন অবশ্য এত আসন নেই)..আগামী ২৪ তারিখে দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছি।



এক লক্ষ দশ হাজার দর্শকাসনের মোতেরা স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে পিছনে ফেলবে। আমেদাবাদের মোতেরায় ১৯৮২-তে এই স্টেডিয়াম তৈরি হয়েছিল। নির্মাণের সময় এই স্টেডিয়ামে ৪৯ হাজার আসন ছিল। নতুনভাবে সেজে ওঠা স্টেডিয়ামে দর্শকাসনের সংখ্যা অনেকটাই বেড়েছে।

পাখির চোখে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ঝলক, ছবি শেয়ার বিসিসিআইয়ের, উচ্ছ্বসিত অনুরাগীরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২৪ ফেব্রুয়ারি দুপুরে আমেদাবাদে পৌঁছবেন। গত বছরের সেপ্টেম্বর হাউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প। সেই অনুষ্ঠানে ধাঁচেই মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠান হবে। সেখানে এক লক্ষেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন বলে মনে করা হচ্ছে।