লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে আগামী ৭ জুন থেকে। দুই দলই চূড়ান্ত প্রস্তুতি সারছে এই মুহূর্তে। অস্ট্রেলিয়া যেখানে তাঁদের পূর্ণ শক্তির দল নিয়ে নামবে, সেখানে ভারতীয় দল পাবে না ঋষভ পন্থ, কে এল রাহুল, যশপ্রীত বুমরার মত তারকা ক্রিকেটারদের। বিশেষ করে পন্থের অভাব ভারত বোধ করবে, এমনই মনে করেন ম্যাথু হেডেন। প্রাক্তন অজি ওপেনার তাই চাইছেন ভারত যাতে একাদশে ঈশান কিষাণকে রাখে। ঈশান কিষাণই অজিদের ওভালে বেগ দিতে পারবেন বলে মনে করছেন হেডেন।
কী বলছেন ম্যাথু হেডেন?
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন পন্থ। একার হাতে অজিদের হারিয়ে দিয়েছিলেন প্রায় ব্রিসবেনে। এখনও সেই ক্ষত শুকোয়নি অজিদের। তাই পন্থের অভাব মেটানো ভারতের কাছে বড় চ্য়ালেঞ্জ মনে করছেন হেডেন। তিনি বলছেন, ''আমি ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক হলে অবশ্যই ঈশান কিষাণকে প্রথম একাদশে সুযোগ দিতাম। কারণ ও একজন অসম্ভব প্রতিভাসম্পন্ন উইকেট কিপার ব্য়াটার। ফিল্ডার হিসেবেও দুর্দান্ত বিকল্প একজন।''
অনুশীলনে মত্ত বিরাটরা
দক্ষিণ লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) দুই তারকাখচিত দল ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) একে অপরের মুখোমুখি হতে চলেছে। তার আগে দুই দলেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও। ব্যাটিং, বোলিং অনুশীলন তো চলছেই পাশাপাশি ভারতীয় দলের (Team India) তারকাদের মন দিয়ে ফিল্ডিং অনুশীলন করতেও দেখা গেল।
শুক্রবার, ২ জুন বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে বিরাট কোহলি, অক্ষর পটেল, শুভমন গিলদের ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায়। ভারতীয় দলের তারকাদের দুই ভাগে ভাগ করে এই অনুশীলন করা হয়। একদল হাই ক্যাচের অনুশীলন করে, অপর দলকে তুলনামূলক দ্রুত গতিতে ক্লোজ ক্যাচিংয়ের অনুশীলন করতে দেখা যায়। বিসিসিআইয়ের তরফে এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে এনার্জি লেভেলটা প্রতিটি সেশনের সঙ্গেই উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে।'
প্রসঙ্গত, এই নিয়ে টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামছে ভারতীয় দল। এর আগের সাইকেলে ফাইনালে উঠেও খেতাব হাতছাড়া হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরাজিত হতে হয় ভারতকে। এবার লড়াইটা অজিদের সঙ্গে। গতবারের হারের হতাশা ভুলে ভারতীয় দল আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে পারে কি না, সেটাই দেখার বিষয়