নয়াদিল্লি: রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ। তার আগে নেটে ব্যাটিং তাণ্ডব দেখা গেল অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর। দাদা ক্রুণাল পাণ্ড্যর বলে একের পর এক চমকপ্রদ শট খেললেন হার্দিক। তাঁর একটি হাফভলিতে আর একটু হলেই মাথায় চোট পাচ্ছিলেন ক্রুণাল। ট্যুইটারে সেই ভিডিও পোস্ট করে দাদাকে খোঁচা দিয়েছেন হার্দিক।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে হার্দিক ও ক্রুণাল দুই ভাই-ই ভারতীয় দলে আছেন। বিশ্বকাপের পর এই প্রথম খেলতে নামছেন হার্দিক। তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অলরাউন্ডার জানিয়েছেন, বিশ্রাম পেয়ে তাঁর কোমরের চোট সেরে গিয়েছে। ২০২০ টি-২০ বিশ্বকাপ জেতাই তাঁর লক্ষ্য।