কলকাতা: প্রায় আড়াই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুবাদে ভারতের ক্রিকেটপ্রেমীদের বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। দেশে-বিদেশে তিনি বহু অসাধারণ ইনিংস খেলেছেন। একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরানও রয়েছে তাঁর। ২০১০-এর ২৪ ফেব্রুয়ারি গ্বালিয়রে (Gwalior) দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০০ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে এর ১১ বছর আগেই দ্বিশতরানের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন সচিন। ১৯৯৯ সালের ৮ নভেম্বর হায়দরাবাদে (Hyderabad) নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে ওপেন করতে নেমে ১৫০ বলে ১৮৬ রান করে অপরাজিত থাকেন সচিন। তাঁর এই ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা।


দীপাবলিতে সচিনের অসাধারণ ইনিংস


১৯৯৯ সালে কালীপুজো ছিল ৭ নভেম্বর। পরের দিন সকালে ছিল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। তখনও ইন্টারনেট সেভাবে সাধারণ মানুষের নাগালের মধ্যে ছিল না। সোশ্যাল মিডিয়া বলতেও তখন কিছু ছিল না। ফলে সকাল থেকেই ক্রিকেটপ্রেমীদের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সচিন। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। মাত্র ৪ রান করেই রান আউট হয়ে যান সৌরভ। তিন নম্বরে ব্যাটিং করতে নামেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ রাহুল দ্রাবিড়। সচিন ও দ্রাবিড় মিলে ভারতীয় দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন। সচিনের ১৮৬ রানের ইনিংসে ছিল ২০টি বাউন্ডারি ও তিনটি ছক্কা। একদিনের আন্তর্জাতিকে তাঁর এরকম বিধ্বংসী ইনিংস খুব কমই আছে। দ্রাবিড় করেন ১৫৩ বলে ১৫৩ রান। তাঁর ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও দু’টি ছক্কা। ভারতীয় দল করে ২ উইকেটে ৩৭৬ রান।


বিশাল জয় ভারতের


বিশাল রান তাড়া করতে নেমে ২০২ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে দু’টি করে উইকেট নেন বেঙ্কটেশ প্রসাদ ও অনিল কুম্বলে। একটি করে উইকেট নেন জাভাগল শ্রীনাথ, নিখিল চোপড়া ও বিজয় ভরদ্বাজ। ১৭৪ রানে জয় পায় ভারতীয় দল।