কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) বরাবরই ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) ব্যাট কথা বলে। টেস্ট ইডেনে হোক বা মোহালি, বরাবরই অজিদের বিরুদ্ধে ভারতকে একাধিক ম্যাচ জিতিয়েছেন লক্ষ্মণ। টেস্ট বিশেষজ্ঞ হিসাবেই ভারতীয় কিংবদন্তির সুখ্যাতি। তিনি একটিও ওয়ান ডে বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামেননি। তবে ওয়ান ডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও লক্ষ্মণের রেকর্ড কিন্তু ঈর্ষণীয়।
লক্ষ্মণ-যুবরাজের দাপট
লক্ষ্মণ ভারতের হয়ে মাত্র ৮৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন। তাঁর গড় এমন কিছু আহামরি নয়। ৮৩টি ইনিংসে ৩০.৭৬ গড়ে মোট ২৩৩৮ রান করেছেন তিনি। ৫০ ওভারের ফর্ম্যাটে শতরান করেছেন ছয়টি। এই ছয় ওয়ান ডে শতরানের মধ্যে অজিদের বিরুদ্ধে তিনি চারটি শতরান করেন। যার একটি আসে ২০০৩-০৪ সালে ভিবি সিরিজে। সিডনির মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের উইকেট হারিয়ে একসময় বিশাল চাপে ছিল ভারত। সেখান থেকেই দলের হাল ধরেন লক্ষ্মণ। চতুর্থ উইকেটে যুবরাজ সিংহের সঙ্গে মিলে দ্বিশতরানের পার্টনারশিপ গড়েন তিনি।
সিডনির পিচে ব্রেট লি, জেসন গিলেস্পিরা আগুন ঝরাচ্ছিলেন। সেই আগুনে যখন ভারতীয় টপ অর্ডার ব্যর্থ হয়। ঠিক তখনই ফের ব্যাট হাতে জ্বলে উঠেন 'অস্ট্রেলিয়ার ত্রাস' লক্ষ্মণ। প্রথমে লি, গিলেস্পিদের আগুনে বোলিং সামলে পার্টনারশিপ গড়ার দিকেই মন দেন তিনি। পরে যুবরাজ সিংহ আক্রমণ শুরু করলে, অপরপ্রান্তে দাঁড়িয়ে থেকে তাঁকে যোগ্য সঙ্গও দেন লক্ষ্মণ। তবে যুবরাজ যখন ১৩৯ রানের ইনিংসে বারংবার লিদের বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন. তখন লক্ষ্মণও কিন্তু নিজের প্রসিদ্ধ 'টাচ গেমে' অজিদের ঘায়েল করতে ব্যস্ত।
ভারতের পরাজয়
১৩০ বলে পাঁচটি চারের সহায়তায় অপরাজিত ১০৬ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন লক্ষ্মণ। তাঁর ও যুবরাজের ব্যাটে ভর করেই ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটের বিনিময়ে ২৯৬ রান তোলে। তবে দুর্ভাগ্যবশত বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ভারতীয় দল জিততে পারেনি। অ্যাডাম গিলক্রিস্টের বিধ্বংসী ৯৫ রানের সুবাদে এক বল বাকি থাকতেই ৩৪ ওভারে ২২৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। টান টান লড়াই করেও দুই উইকেটে ম্যাচ হারতে হয় ভারতকে। তবে লক্ষ্মণ কিন্তু নিজের দক্ষতা প্রমাণ করতে সমর্থ হন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট তো বটেই ওয়ান ডেতেও মাত্র ২১ ম্যাচ খেলে ৪৬.১৮ গড়ে মোট ৭৩৯ রান করেছেন লক্ষ্মণ। এই পরিসংখ্যানই তাঁর অস্ট্রেলিয়া প্রীতি প্রমাণ করার জন্য যথেষ্ট।
আরও পড়ুন: লক্ষ্মণের দুরন্ত শতরানেই সেদিন পাকিস্তানে প্রথমবার ওয়ান ডে সিরিজ জয়ের স্বপ্নপূরণ ভারতের