আজ ৩৩৩ রানে হেরে সিরিজে ০-১ পিছিয়ে পড়েছে ভারত। প্রথম ইনিংসে ১০৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে অলআউট হয়ে গিয়েছে বিরাটদের ইনিংস। ভারতের অধিনায়ক স্বীকার করে নিয়েছেন, ব্যাটিং ব্যর্থতার জন্যই তাঁদের হারতে হয়েছে। তিনি ম্যাচের পর বলেছেন, ‘আমরা এই ম্যাচে সম্পূর্ণভাবে পর্যুদস্ত হয়েছি। গত দু বছরে এটাই আমাদের জঘন্যতম ব্যাটিং। তিন দিনই আমরা ভাল খেলতে পারিনি। আমরা নিজেদের প্রয়োগ করতে পারিনি। কোথায় ভুল হয়েছে সেটা দেখতে হবে।’
বিরাট আরও বলেছেন, অস্ট্রেলিয়া এই ম্যাচে পরিবেশ-পরিস্থিতিকে ভালভাবে কাজে লাগিয়েছে। স্টিভ স্মিথের দল আগাগোড়া ভারতকে চাপে রেখেছে। তাঁদের কৃতিত্ব প্রাপ্য। ভারতীয় দল কোনও অজুহাত দিতে চায় না। টানা ১৯ টেস্টে অপরাজিত থাকার পর হারল ভারত। তবে এই সিরিজে ফিরে আসবে দল।
দু ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জেতানো বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফির প্রশংসায় পঞ্চমুখ স্মিথ। তিনি বলেছেন, তাঁদের দলে যেমন ভাল মানের স্পিনার আছেন, তেমনই স্পিন বল ভাল খেলার মতো ব্যাটসম্যানও আছেন। ও’কিফি অসাধারণ বল করেছেন। সিরিজের বাকি তিনটি টেস্টেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পুণের ঘূর্ণি পিচে টসে জেতার ফলে তাঁদের সুবিধা হয়েছে বলে মনে করেন অজি অধিনায়ক।