বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতোই আজ এই ম্যাচেও শুরু থেকে শেষপর্যন্ত টানটান লড়াই হয়। একের পর এক দীর্ঘ র্যালি চলতে থাকে। দুর্দান্ত লড়াই করে প্রথম গেম জিতে নেন সিন্ধু। তবে ওকুহারা দারুণভাবে ম্যাচে ফিরে এসে দ্বিতীয় গেম জেতেন। নির্ণায়ক তৃতীয় সেটে অবশ্য বাজিমাত করেন সিন্ধুই। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় গেমে ক্লান্তিই সিন্ধুর হারের অন্যতম কারণ ছিল। তবে আজ তিনি সেই দুর্বলতা কাটিয়ে ওঠেন। ম্যাচের একেবারে শেষদিকে ৫৬ শটের র্যালিতে পয়েন্ট নেওয়ার পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ওকুহারা অবশ্য এরপরেও লড়াই করছিলেন। তবে তাঁকে আর সুযোগ দেননি সিন্ধু।