সোল: ফের স্বমহিমায় পিভি সিন্ধু। জিতে নিলেন আরও একটি সুপার সিরিজ খেতাব। জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়ে কোরিয়া ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হলেন সিন্ধু। তাঁর পক্ষে ম্যাচের ফল ২২-২০, ১১-২১, ২১-১৮। ওকুহারার কাছেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার মানতে হয়েছিল সিন্ধুকে। আজ সেই হারের মধুর প্রতিশোধ নিলেন হায়দরাবাদি শাটলার। এটা তাঁর তৃতীয় সুপার সিরিজ। এই অসাধারণ জয়ের জন্য সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতোই আজ এই ম্যাচেও শুরু থেকে শেষপর্যন্ত টানটান লড়াই হয়। একের পর এক দীর্ঘ র‌্যালি চলতে থাকে। দুর্দান্ত লড়াই করে প্রথম গেম জিতে নেন সিন্ধু। তবে ওকুহারা দারুণভাবে ম্যাচে ফিরে এসে দ্বিতীয় গেম জেতেন। নির্ণায়ক তৃতীয় সেটে অবশ্য বাজিমাত করেন সিন্ধুই। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় গেমে ক্লান্তিই সিন্ধুর হারের অন্যতম কারণ ছিল। তবে আজ তিনি সেই দুর্বলতা কাটিয়ে ওঠেন। ম্যাচের একেবারে শেষদিকে ৫৬ শটের র‌্যালিতে পয়েন্ট নেওয়ার পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ওকুহারা অবশ্য এরপরেও লড়াই করছিলেন। তবে তাঁকে আর সুযোগ দেননি সিন্ধু।