লিওন: আন্তর্জাতিক টেনিসে একের পর এক নজির গড়ে চলেছেন লিয়েন্ডার পেজ। কানাডার আদিল শামসুদ্দিনকে সঙ্গে নিয়ে লিওন চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হলেন লিয়েন্ডার। ফাইনালে সুইৎজারল্যান্ডের লুকা মার্গারোলি ও ব্রাজিলের কারো জাম্পিয়েরিকে হারিয়ে দিয়েছেন লিয়েন্ডাররা। তাঁদের পক্ষে ম্যাচের ফল ৬-১, ৬-৪।


এ বছর প্রথম এবং ২০-তম এটিপি চ্যালেঞ্জার খেতাব জিতলেন লিয়েন্ডার। এরই সঙ্গে নয়া নজির গড়লেন আন্তর্জাতিক টেনিসে ডাবলসের ইতিহাসে অন্যতম সফল এই খেলোয়াড়। টানা ২৬ বছর ধরে প্রতি বছর অন্তত একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন লিয়েন্ডার।

উজবেকিস্তানের বিরুদ্ধে ভারতের ডেভিস কাপ টাইয়ের দলে রাখা হয়নি দেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় লিয়েন্ডারকে। তিনি রিজার্ভে আছেন। ফলে লিওন চ্যালেঞ্জার তাঁর কাছে ফের নিজেকে প্রমাণ করার মঞ্চ ছিল। লিয়েন্ডার দেখিয়ে দিলেন, এই বয়সেও তিনি চ্যাম্পিয়ন।