সিডনি: অস্ট্রেলিয়ার বোলিং কোচ ডেভিড সেকার সিডনিতে চলতি টেস্টের প্রথম দিন রণকৌশল নিয়ে পেসারদের সঙ্গে অধিনায়কের মতপার্থক্য ও উত্তপ্ত বাক্যবিনিময়ের কথা বললেও, সেটা বেমালুম অস্বীকার করলেন টিম পেইন। তাঁর দাবি, সেরকম কিছুই হয়নি।
আজ দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিকদের অবাক করে দিয়ে কথা বলতে আসেন পেইন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলা শেষ হওয়ার পর আমরা সবসময়ই নিজেদের মধ্যে আলোচনা করি। তবে আমাদের মধ্যে মতপার্থক্য ছিল না। আমরা কী করতে চাইছি সেটা স্পষ্ট। গতকাল বিকেলে বা বলা ভাল সকালে প্রথম এক ঘণ্টায় এবং মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ঘণ্টায় আমরা কিছুটা ভুল করেছি। অনেক সময় পরিকল্পনা খাটে না।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক আরও বলেছেন, ‘সর্বোচ্চ পর্যায়ের খেলায় ভাল পারফরম্যান্স দেখাতে না পারলে সমালোচনার মুখে পড়তেই হয়। আমরা সবাই সেটা জানি। এতে আমরা অভ্যস্ত। গত দু’টি টেস্ট ম্যাচে আমরা ভাল বোলিং করতে পারিনি। আমাদের সমালোচনা মেনে নিয়েই ভাল খেলার চেষ্টা চালিয়ে যেতে হবে। ড্রেসিংরুমে সবার মেজাজই ঠিক আছে।’
বোলারদের সঙ্গে মতপার্থক্যের কথা অস্বীকার পেইনের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2019 04:31 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -