করাচি: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক সংক্রান্ত কোনও মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-কি নির্দেশ দিল পাক প্রশাসন।
এদিন পিসিবি-র চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, পাক সরকারের থেকে নির্দেশ না আসা পর্যন্ত ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা নিকট ভবিষ্যতে আর চালাবে না তারা।
তিনি বলেন, পাক প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারত-পাক ক্রিকেট নিয়ে যাতে আমরা কোনও রকম বক্তব্য পেশ না করি। তিনি জানিয়ে দেন, ঠিক একারণেই সাম্প্রতিক আইসিসি বৈঠকে এই বিষয়টি থেকে দূরে থেকেছে পিসিবি।
তবে, একইসঙ্গে, অনুরাগ ঠাকুর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়াটা ইতিবাচক দিক বলেই মনে করছেন শাহরিয়ার। তিনি বলেন, ঠাকুর একইসঙ্গে বিসিসিআই ও কেন্দ্রের প্রতিনিধি। ফলে, তাঁর সঙ্গে কথা হলে বাড়তি সুবিধে পাওয়া যাবে।
শাহরিয়ারের দাবি, গত জানুয়ারি মাসে নিরপেক্ষ জায়গায় দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে ভারত পিছিয়ে আসায় পিসিবিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে পূর্ণ সিরিজ খেলেনি ভারত। তবে, ২০১২-১৩ সালে শুভেচ্ছা সফরে ভারতে এসেছিল পাক দল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারতের সঙ্গে ক্রিকেট নিয়ে কোনও কথা নয়: পিসিবি-কে নির্দেশ পাক সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 May 2016 12:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -